দেশে লকডাউন দেয়ার চিন্তা আপাতত নেই সরকারের
অপরাধ তথ্যচিত্র ডেক্স: চলমান করোনা ভাইরাস মহামারি পরিস্থিতিতে বাংলাদেশে আবারও লকডাউন দেয়ার চিন্তা আপাতত সরকারের নেই বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (০২ নভেম্বর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এদিন গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন করে দেশে লকডাউন দেয়ার কোনও চিন্তা সরকারের আছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘না। আল্লাহর রহমতে আমাদের তেমন অবস্থা নেই। আমাদের যে অবস্থা, যদি সবাই মাস্ক ব্যবহার করি, তাহলে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।’ বৈঠকের বরাত দিয়ে তিনি বলেন, ‘আজ প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের এখানে ভাইরাসের যে চিত্র দেখেছি, সবাই মাস্ক ব্যবহার করলে আমরা কমফোরটেবল জোনে থাকতে পারবো। এটা আমরা নিশ্চিত করছি- কোনোভাবেই মাস্ক ছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে যেন সার্ভিস না দেয়া হয়। আমরা সব অফিসে সেই নির্দেশনা পাঠিয়ে দিয়েছি। যেকোনও পাবলিক প্লেসেই মাস্ক ব্যবহারের বিষয়ে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।’ খন্দকার আনোয়ারুল ইসলাম আরও বলেন, ‘নো মাস্ক, নো সার্ভিস কর্মসূচির ব্যাপকভাবে বাস্তবায়ন করতে হবে। সামাজিক আন্দোলন, ক্যাম্পেইন বা লিগ্যাল, যেভাবেই হোক এটাকে নিশ্চিত করতে হবে। আপনাদের (গণমাধ্যম) সবচেয়ে বেশি উদ্যোগ নিতে হবে।’ মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘গতকাল রবিবার মসজিদে বলে দিয়েছি, মাস্ক ছাড়া মসজিদে কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। বায়তুল মোকাররমের অনুষ্ঠানে যোগ দিয়ে আমি সারপ্রাইজড হয়েছি, কেউ তিন ফুটের গ্যাপ ছাড়া দাঁড়াচ্ছে না এবং নিয়ম মেনে চলছেন।’ গত ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। ১৮ মার্চ প্রথম মৃত্যুর সংবাদ দেয় আইইডিসিআর। এরপর এপ্রিলের শুরু থেকে সারা দেশে ব্যাপক হারে সংক্রমণ ও মৃত্যু বাড়তে শুরু করে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও এখনও করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়নি।