গ্রামীণফোনকে কঠোর হুঁশিয়ারি জিপিইউ’র
অপরাধ তথ্যচিত্র ডেক্স: রবিবারের মধ্যে গ্রামীণফোনের সিনিয়র স্পেশালিস্ট মিয়া মাসুদকে তার স্বপদে পুনর্বহাল করা না হলে সারা দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ার দিয়েছে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন (জিপিইউ)। শনিবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেয়া হয়।
সংবাদ সম্মেলনে জিপিইউ’য়ের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক বলেন, কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদ করায় গ্রামীণফোনের সিনিয়র স্পেশালিস্ট মিয়া মাসুদকে বিনা নোটিশে শ্রম আইনের ২৬ ধারা প্রয়োগের মাধ্যমে ২৭ অক্টোবর চাকরিচ্যুত করা হয়। মাসুদকে তারা কোম্পানীর ব্যাপক কর্মী ছাঁটাইয়ের প্রধান বাধা মনে করে।তাই গ্রামীণফোনের প্রথম বাংলাদেশী সিইও কর্মী ছাঁটাইয়ের মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করতে অধিক থেকে অধিকতর মুনাফার লোভে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের এই নেতাকেই চাকরিচ্যুত করেছে। যেন অন্য কর্মীরা প্রতিবাদ করার সাহস না পায়। অথচ এর আগে গ্রামীণফোন কর্তৃপক্ষ রেজিস্টার ট্রেড ইউনিয়ন হিসাবে জিপিইউকে বরণ করে একটি রিকগনিশন এগ্রিমেন্ট স্বাক্ষর করে মাদার কোম্পানি টেলিনরের গ্রুপের ম্যানেজমেন্টের উপস্থিতিতে।তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ঘটনার প্রতিবাদে আমরা আগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছি। যদি আগামী রবিবারের মধ্যে মিয়া মাসুদকে স্বপদে বহাল না করা হয়, তাহলে আগামী সোমবার থেকে জিপিইউ সারা দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আর তার অংশ হিসাবে সোমবার জিপি হাউজের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে এবং সেখান থেকে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোন থেকে চাকরিচ্যুত হওয়া ও ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদ এবং সংগঠনের অন্যান্য কর্মীরা।