কাহারোলে ক্ষতি কর বিষ স্প্রে করে ৩৩ শতক জমির ধান নষ্ট করে দিয়েছে দূর্বত্তরা
কাহারোল(দিনাজপুর)প্রতিনিধি: কাহারোলে অবৈধ ভাবে ধান ক্ষেত্রে ক্ষতি নাশক বিষ স্প্রে করে ধান ক্ষেত নষ্ট করে দিয়েছে। জানা গেছে কাহারোল উপজেলার ৪নং তাড়গাঁও ইউপির সুন্দরপুকুর মৌজার বিসম্বর অধিকারীর পুত্র প্রদীপ অধিকারীর শ্যামপুর মৌজার ৯৬ দাগের জমির খাজনা খারিজ ও কাহারোল কৃষি ব্যাংকে ঋণ নেওয়া ৩৩ শতক জমির ধান নষ্ট করে দিয়েছে দূর্বত্তরা যাহার ক্ষতির পরিমান প্রায় ৬০ হাজার টাকা। গত ২৬ অক্টোবর অনুমানিক সন্ধ্যা ৬টার দিকে একই এলাকার শ্যামপুর মৌজার দরবচাঁনের পুত্র শীব চরন রায়, বাবুল চন্দ্র রায়, সাবুল চন্দ্র রায়, মুকুল চন্দ্র রায় এবং শীব চরনের পুত্র সাদ্দাম, লিটন চন্দ্র রায়, দরব চানের স্ত্রী চেমী বালা, মুকুল চন্দ্র রায়ের স্ত্রী সুরু বালা সহ দল বল নিয়ে বিসম্বরের পুত্র প্রদীপ অধিকারীর জমিতে ক্ষতি কর বিষ স্প্রে করে ধান ক্ষেত্র নষ্ট করে দিয়েছে এবং অবৈধ ভাবে জমি দখলের চ্ষ্টো করছে। প্রকাশ থাকে যে, গত ১৫/৩/ ২০১৮ইং তারিখে উক্ত জমি জবর দখল নিয়ে উভয়ের মধ্যে মারা মারি হয়। এতে বিসম্বর এর স্ত্রী অমিলা বালা ও তার ছেলে প্রদীপ অধিকারী মারাত্বক ভাবে জখম হয়, তৎক্ষনিক তাদেরকে এলাকার লোকজন কাহারোল হাসপাতালে ভর্তি করেন, ১৫ দিন চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফিরলে পরে প্রদীপ অধিকারী দিনাজপুর চীপ জুডিশিয়াল কোর্টে মালা করেন মামলা নং-১১৯/১৮। আসামীরা ফোজদারী আইনের ১০৭/১১৪/১১৭/৩ ধারা মতে বাদীর পক্ষে বনসই করে দেয় তার পরও তারা ২৭/০৪/২০১৯ তারিখে বিসম্বর ও তার ছেলে প্রদীপকে মার পিট করে আহত করেন। তারপর প্রদীপ অধিকারী থানায় ১টি মামলা দায়ের করেন মামলা নং ০২/৪০ তাং ০৬/০৫/২০১৯।