ফেসবুকে মাকে নিয়ে অশালীন কুরুচিপূর্ন পোষ্ট দেয়ায় গণধোলাই খেলেন সৈয়দপুর পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মজিবর রহমান।

মোতালেব হোসেন: সৈয়দপুরের কুখ্যাত যুদ্ধাপরাধী, খুনী, ধর্ষন লুটপাটের মূল নায়ক নঈম খান ওরফে নঈম গুন্ডার পুত্র দিল নেওয়াজ খানকে নিয়ে সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগে দীর্ঘদিন থেকেই নানান ধরনের গুঞ্জন চলছিলো। অভিযোগ রয়েছে যুদ্ধপরাধীর সন্তান দিলনেওয়াজ খান সৈয়দপুরে সন্ত্রাস, চাঁদাবাজী, মাদক ব্যবসা, রেলের জমি দখল, চোরাচালান, ভূমিদস্যুতা, মাড়োয়ারীর বাড়ি দখল, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধার সন্তানকে পেটানোসহ নানান কর্মকান্ডে জড়িত। তার এইসব অপকর্মে অতিষ্ঠ হয়ে সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগ সংবাদ সম্মেলন করে তার সমস্ত অপকর্ম তুলে ধরে এবং সেখানে দাবী ওঠে দিলনেওয়াজ খানকে দল থেকে বহিস্কারের, বেশীরভাগ আওয়ামীলীগ নেতা কর্মীই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফেসবুকে নানান ধরনের পোষ্ট দিতে থাকে।
তারই ধারাবাহিকতায় সৈয়দপুর পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মজিবর রহমান এই কুখ্যাত যুদ্ধাপরাধীর সন্তান দিলনেওয়াজ খানের পক্ষ নিয়ে ফেসবুকে লেখালিখি শুরু করেন। অনেকেই সেই পোষ্টে বিরুপ মন্তব্য করেন। সেই পোষ্টে মন্তব্যকারী সৈয়দপুর কলেজের সাবেক ছাত্রলীগ নেতা বর্তমান স্বেচ্ছাসেবকলীগ নেতা ফিরোজ একটি মন্তব্য করেন। তারই জবাবে মজিবর রহমান তার মাকে নিয়ে অত্যন্ত গুরুতর কুরুচিপূর্ণ, অশালীন পোষ্ট দেন। যেটি কোন সুস্থ মস্তিস্কের মানুষের কাজ নয়। সেই জঘন্য পোষ্ট পড়ে তার বিরুদ্ধে বেশীরভাগ আওয়ামীলীগ নেতা কর্মী বিরুপ মন্তব্য করেন এবং তাকে অনেকেই ব্যাক্তিগতভাবে এই ধরনের পোষ্ট থেকে বিরত থাকার জন্য বললেও তিনি তা না মুছে দিলনেওয়াজ খানসহ আরো কিছু ব্যক্তিকে নিয়ে নতুন উদ্যোমে আরো পোষ্ট দিতে থাকেন। এতে ছাত্রলীগের সাবেক নেতা ফিরোজ তার মাকে নিয়ে বারংবার অশালীন কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য ক্ষিপ্ত হয়ে ওঠেন।
তারই এক পর্যায়ে গত ২৯.১০.২০২০ ইং তারিখে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় উক্ত মজিবর রহমানের সাথে ফিরোজের দেখা হলে উত্তপ্ত কথাবার্তা শুরু হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে ফিরোজ ক্ষিপ্ত হয়ে মজিবর রহমানকে মারপিট শুরু করলে ্থানীয় জনতাও তার সাথে যুক্ত হয়। স্থানীয় জনতা বিষয়টি জানতে পেরে আরো বেশী ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মজিবর রহমান গণধোলাইয়ের শিকার হয়। উপস্থিত জনতা বলেন মজিবর রহমান অত্যন্ত খারাপ ভাবে মাকে নিয়ে বাজে মন্তব্য করায় শুধু মারপিট করেই তার বিচার সম্ভব নয় প্রয়োজন আরো কঠিন শাস্তি।
উল্ল্যেখ করা প্রয়োজন ইতিপূর্বে এই মজিবর রহমান নানান বিষয়ে নানা ধরনের অশালীন ও ঔদ্ধত্যপূর্ন বক্তব্যের জন্য বিতর্কিত ছিলেন। মজিবর রহমান স্থানীয় পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোজাম্মেল হকের ভাটার ম্যানজার ও নেতা হওয়ার সুবাদে ক্ষমতার দাপট দেখাতেন। সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শহীদ পরিবারের সন্তান মহসিনুল হক মহসিনের সাথে বিষয়টি নিয়ে কথা হলে তিনি বলেন মজিবর রহমান অত্যন্ত জঘন্য কাজ করেছেন, একজন দায়িত্বশীল রাজনৈতিক কর্মী হিসাবে তার এই রকম বাজে মন্তব্য দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। দলের ভাবমূর্তি ক্ষুন্ন করায় দলীয় ফোরামে অবশ্যই আমরা তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *