আদমদীঘিতে ৬০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: শনিবার দুপুরে বগুড়ার আদমদীঘিতে ৬০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কে, এইচ, এম এরশাদের নেতৃত্বে একদল পুলিশ সান্তাহার-বগুড়া আঞ্চলিক সড়কের আদমদীঘি বাস স্ট্যান্ডে অবস্থান নেয়। বেলা ১২টার দিকে ওই স্থানে একটি জীপ গাড়ী (নং-ঢাকামেট্ট্রো-১১-৩৩৫৬) আটকানো হয়। এরপর জীপ গাড়ী তল্লাশী করে ওই পরিমান গাঁজা উদ্ধার করে। এ সময় জীপ গাড়ীসহ গ্রেফতার করা হয় তিন মাদক ব্যবসায়ীকে। গ্রেফতারকৃতরা হল, কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অনন্তপুর গ্রামের আলমগীর হোসেন (২৮) এবং টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দূর্গাপুর গ্রামের আব্দুর রহিম (৩০), বরিশাল জেলা বানিয়াপাড়া উপজেলার রিপন হোসেন (৩২)। তারা নারায়নগঞ্জের রুপগঞ্জ থেকে গাঁজা নিয়ে নওগাঁ জেলার বদলগাছীতে যাচ্ছিল। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের হয়েছে। আদমদীঘি থানার ওসি (তদন্ত) ছানোয়ার হোসেন বলেন, মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *