টেকনাফ দিয়েও আসছে পেঁয়াজ, তবুও কমছে না ঝাঁজ

অপরাধ তথ্যচিত্র ডেক্স: করোনার কারণে দীর্ঘ আড়াই মাস বন্ধের পরে সাত দফায় মিয়ানমার থেকে একদিনে ২২ দশমিক ৬৬৮ মেট্রিক টন পেঁয়াজ টেকনাফ স্থলবন্দরে এসেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে একটি ট্রলারে পেয়াঁজগুলো স্থলবন্দর ঘাটে এসে পৌঁছায়। এর আগে সর্বশেষ ১২ অক্টোবর সোমবার এ বন্দর দিয়ে পেঁয়াজের ট্রলার এসেছিল। গত সেপ্টেম্বর ও চলতি মাসে মিয়ানমার থেকে নৌপথে সাত দফায় ৩৮৩ দশমিক ৩৬৮ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন।
তিনি বলেন, মঙ্গলবার একদিনে একজন ব্যবসায়ী মিয়ানমার থেকে আমদানি করেছেন মোহাম্মদ সেলিম ২২ দশমিক ৬৬৮ মেট্রিক টন পেঁয়াজ। চাহিদা অনুযায়ী আমদানি বাড়াতে ব্যবসায়ীদের আরো উৎসাহিত করা হচ্ছে।টেকনাফ শুল্ক বিভাগ জানায়, টেকনাফ শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী মিয়ানমার থেকে এ বন্দর দিয়ে গত বছরের আগস্ট মাসে ৮৪ মেট্রিক টন, সেপ্টেম্বর মাসে তিন হাজার ৫৭৩ মেট্রিক টন, অক্টোবর মাসে ২০ হাজার ৮৪৩ মেট্রিক টন, নভেম্বর মাসে ২১ হাজার ৫৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এছাড়া চলতি বছরের জুলাই মাসে এসেছিল ৮৩ মেট্রিক টন পেঁয়াজ। সেপ্টেম্বর মাসে ৫৭ দশমিক ২০০ মেট্রিকটন পেঁয়াজ এসেছিল। সর্বশেষ ১২অক্টোবর সোমবার ৩৩ দশমিক ৯০ মেট্রিকটন পেঁয়াজ এসেছে।পৌরসভার বাস-স্টেশন ছোট হাজী মার্কেট ও কাঁচাবাজারের কয়েকটি মুদি দোকান ঘুরে দেখা গেছে, কেউ ৯০ টাকা আবার কেউ ৮৫ টাকা কেজি দরে এই পেঁয়াজ বিক্রি করছে। দামের পার্থক্যের কারণ জানতে চাইলে সাকের নামের এক বিক্রেতা জানান, দেশে পেঁয়াজের চাহিদা অনুযায়ী আমদানি কম হচ্ছে এ কারণে দাম বেড়েছে।গত সপ্তাহে খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে ৭৫ টাকা কেজি দরে। চার দিনের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১৫-২০ টাকা। এভাবে লাগামহীন দাম বাড়ার বিষয়টিকে ব্যবসায়ীদের কারসাজি বলছেন ভোক্তারা।খুচরা বিক্রেতারা জানান, পাইকারি বাজার থেকে রবিবার ৭৫টাকায় পেঁয়াজ কিনেছেন তাঁরা। পচনশীল পণ্য হওয়ায় প্রতি বস্তায় এক–দু কেজি পেঁয়াজ নষ্ট থাকে। পরিবহন খরচ আছে। সব মিলিয়ে ৮৫ থেকে ৯০ টাকার নিচে বিক্রি করলে পোষানো যায় না।টেকনাফ স্থলবন্দরের আমদানিকারক মোহাম্মদ সেলিম বলেন, মিয়ানমারে বুকিং দিয়ে সব প্রক্রিয়া সম্পন্ন করে আনতে দুই-তিন দিন লাগছে। তিনি আরো বলেন, প্রথম দফায় তার মঙ্গলবার সকালে ২২ দশমিক ৬৬৮ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। আরও পেঁয়াজ ভর্তি ট্রলার আসার পথে রয়েছে।
এ প্রসঙ্গে স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানের ইউনাইটেড ল্যান্ড পোহর্ট টেকনাফ লিমিটেডের মহাব্যবস্থাপক জসিম উদ্দিন বলেন,মিয়ানমার থেকে সাত দফায় মঙ্গলবার সকালে একটি ট্রলারে ২২ দশমিক ৬৬৮ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। আমদানিকৃত পেঁয়াজ দ্রুত সময়ে খালাস করে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দুইটি পেঁয়াজ ভর্তি ট্রাক দেশের বিভিন্ন বিভাগীয় শহরের উদ্দেশ্যে স্থলবন্দর ছেড়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *