সরকারের নির্দেশ অমান্য করে চুনকুটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিউর রহমান করোনা ভাইরাস বন্ধের সুযোগে কোচিং বাণিজ্যে লক্ষাধিক টাকা হাতিয়ে নিচ্ছে।

ভ্রাম্যমান প্রতিনিধি: মরণ প্রাণঘাতী করোনা ভাইরাসের সূত্রধরে যখন পৃথিবীব্যাপী সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঠিক সেই মরণ প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাক্কালে যেকোন আকারে প্রকারে ছাত্র/ছাত্রীদের একত্রিত হওয়া নিষিদ্ধ থাকা সত্বেও ঢাকা জেলার কেরানীগঞ্জের চুনকুটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মশিউর রহমান কোচিং বাণিজ্যে ব্যস্ত। লক্ষাধিক টাকা হাতিয়ে নিচ্ছে নিষিদ্ধ কোচিং বাণিজ্যের মাধ্যমে। জে.এস.সি এবং এস.এস.সি পরীক্ষার স্কুল ফলাফলের মাধ্যমে সরকার সার্টিফিকেট প্রদান করবেন এবং সেই ফলাফল শিক্ষকদের হাতে এই দোহাই দিয়ে ছাত্র-ছাত্রীদের থেকে বড় অংকের টাকা কোচিং এর সূত্র ধরে আদায় করছে সহকারী শিক্ষক মোঃ মশিউর রহমান। নির্ভরযোগ্য সূত্রটি ব্যক্ত করে, করোনা ভাইরাসের প্রাক্কালে স্কুল বন্ধের সুযোগে সকাল ৭.০০ থেকে ৮.০০ , ৮.০০ থেকে ৯.০০ এবং ৯.০০ থেকে ১০.০০ পুনরায় বিকাল ৪.০০ থেকে ৫.০০ মোট ৪টি ব্যাচে প্রতি ছাত্র-ছাত্রী থেকে ১০০০/- হারে মোট ১০০ ছাত্র-ছাত্রী থেকে লক্ষাধিক টাকা আদায় করছে মর্মে এলাকাবাসী ব্যক্ত করে। (বিস্তারিত আগামীতে পত্রিকায়)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *