করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ভাষাসৈনিক ডা. মির্জা মাজহারুল ইসলাম

অপরাধ তথ্যচিত্র ডেক্স: প্রাণঘাতি নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন ভাষাসৈনিক অধ্যাপক ডা. মির্জা মাজহারুল ইসলাম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (১১ অক্টোবর) সকাল সোয়া ৯টায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গেল ৩০ সেপ্টেম্বর প্রবীণ এ চিকিৎসক ও ভাষাসংগ্রামীকে বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। মৃত্যুর আগ পর্যন্ত ডা. মির্জা মাজহারুল ইসলাম বারডেম হাসপাতালের সার্জারি বিভাগের অনারারি চিফ কনসালটেন্ট ছিলেন।
রাষ্ট্রভাষা বাংলা’র দাবিতে গোটা দেশ যখন উত্তাল সেই অগ্নিঝরা সময়ে ১৯৫২ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন ডা. মির্জা মাজহারুল ইসলাম।১৯৮৫ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। ভাষাসংগ্রামে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৮ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।
রবিবার বাদ জোহর বারডেম জেনারেল হাসপাতালে মরহুমের প্রথম জানাজার নামাজ শেষে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরঘুমে শায়িত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *