সাতক্ষীরায় শিশু ধর্ষণের অভিযোগে সিআইডি’র হাতে গ্রেফতার :১
রফিকুল জেলা প্রতিনিধি (সাতক্ষীরা) : সাতক্ষীরার আশাশুনিতে সাত বছরের একটি মেয়েকে ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।বুধবার মধ্যরাতে শ্যামনগর থানার অন্তর্ভুক্ত সুন্দরবনের কাছের একটি এলাকায় অভিযান চালিয়ে তরিকুল ইসলাম (১৮) নামের ওই যুবককে গ্রেপ্তার করে সিআইডি। গত সোমবার দুপুুর ২টার দিকে প্রতিবেশী তরিকুল মোবাইলে ছবি দেখানোর কথা বলে মেয়েটিকে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে তার মা মামলায় অভিযোগ করে । সোমবার গভীর রাতে আশাশুনি থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার মেয়েটি আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় সাতক্ষীরার সিআইডি’র বিশেষ পুলিশ সুপার আনিছুর রহমান নিজ কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে জানান , বারবার স্থান বদল শেষে শিশু ধর্ষণে অভিযুক্ত তরিকুল সুন্দরবন এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাচ্ছে খবর পেয়ে বুধবার রাত সাড়ে ১১ টায় শ্যামনগরের কাশিমাড়ি গ্রামের সুন্দরবনের কাছের একটি এলাকায় সিআইডি’র দুইটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তরিকুলের বাড়ি আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাসিমাবাদ গ্রামে। তার বাবা শিহাবুর রহমান বর্তমানে ভারতে থাকে সেই স্থানে পাড়ি জমাতেই সিআইডি’র পুলিশের বিশেষ টিমএর হাতে ধরা পড়ে। বৃহস্পতিবার তরিকুলকে আশাশুনি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।