পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা কিশোরী আটক

অপরাধ তথ্যচিত্র ডেক্স: চট্টগ্রামের মনসুরাবাদ বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস থেকে এক রোহিঙ্গা কিশোরীকে আটক করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে পাসপোর্ট করতে আসলে তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছ। চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক আবু সাইদ জানান, আটককৃত রোহিঙ্গা কিশোরী পাসপোর্টের আবেদনে নিজের নাম ফাতেমা ইয়াসমিন তালুকদার ও বাবার নাম মঈন উদ্দিন আহমেদ তালুকদার এবং মায়ের নাম সাবিনা ইয়াসমিন উল্লেখ করেছেন। আবেদন ফরমে ঠিকানা হিসেবে হাটহাজারীর কাটিরহাট সোনাগাজী তালুকদার বাড়ি উল্লেখ করেছেন। আবু সাঈদ আরও জানান, পাসপোর্টের আবেদন পেয়ে ডেস্কে ওই কিশোরীর সাক্ষাৎকার নেয়ার সময় সে নাম-ঠিকানা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেয়। তখন তার আঙুলের ছাপ নেয়া হলে সেই ছাপ রোহিঙ্গা ক্যাম্পে নিবন্ধিত একজনের ছাপের সঙ্গে মিলে যায়। পরে তার আসল নাম-পরিচয় নিশ্চিত হই। সে নিজেও স্বীকার করে নেয়। এরপর তাকে ডবলমুরিং থানায় সোপর্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *