সাপাহারে ভ্রাম্যমান আদালতে মিল মলিকের ১০ হাজার টাকা জরিমানা
নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ধান ও চাল অতিরিক্ত মজুদ করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মিল মালিকের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী। জানা গেছে, অতিরিক্ত ধান ও চাল মজুদ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে সদরের মেসার্স চৌধুরী রাইস মিলে অভিযান চালিয়ে স্বত্বাধিকারী আবু সাঈদ চৌধুরী’র ১০ হাজার টাকা জরিমানা সহ মিলে মজুদকৃত ধান আগামী তিন দিনের মধ্যে বাজারজাত করার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও কল্যাণ চৌধুরী। বর্তমান বাজারে ধান ও চালের উর্ধ্বগতি রোধে এই অভিযান পরিচালনা করা হয়। এ সংক্রান্ত সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও কল্যাণ চৌধুরী।