স্বাস্থ্যবিধি মেনে স্কুল খোলাসহ শিক্ষকদের সহজশর্তে ঋণের দাবি
অপরাধ তথ্যচিত্র ডেক্স: দেশের কিন্ডারগার্টেন শিক্ষকদের অনুদান, সহজশর্তে ঋণ ও স্বাস্থ্যবিধি মেনে স্কুল খুলে দেয়ার দাবি জানিয়ে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক কিন্ডারগার্টেন শিক্ষক সমিতি। সোমবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়। সভায় বক্তারা বলেন, কিন্ডারগার্টেন স্কুলগুলাতে কখনও কোন সরকারি অনুদান পায় না। কিন্তু বর্তমানে করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ থাকায় শিক্ষক-শিক্ষিকাদের অবস্থা শোচনীয়। ফলে দেশের বিভিন্ন সেক্টরে ও প্রতিষ্ঠানে যে আর্থিক প্রণোদনা এবং সহযোগিতা করা হয়েছে, তেমনি আমরা বিশ্বাস করি এই দুর্দিনে প্রধানমন্ত্রী কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের পাশে থাকবেন। বক্তারা আরও বলেন, স্বাস্থ্যবিধি মেনে স্কুল খুলে দেওয়াসহ আমাদের দাবি মেনে নিলে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। তাদের দাবিগুলো হলো- করোনা ভাইরাসের এই দুঃসময়ে উত্তরণে কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাহায্যার্থে প্রণোদনার ব্যবস্থা করা, যা সহজশর্তে ঋণ হিসেবে দেওয়া হবে, কিন্ডারগার্টেন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের জন্য রেশন কার্ডের ব্যবস্থা করা এবং স্বাস্থ্যবিধি মেনে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানগুলাকে খুলে দেওয়ার ব্যবস্থা করা। তারা বলেন, করোনা ভাইরাস মোকাবেলা স্কুল বন্ধ শিক্ষক-শিক্ষিকা লকডাউনের কারণে প্রাইভেট টিউশন করতে পারছে না। প্রায় ৯৫ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠান ভাড়াবাড়িতে পরিচালিত। বাড়ি ভাড়া, শিক্ষক-শিক্ষিকাদের বেতন, বিদ্যুৎ ও পানি বিল পরিশোধ করতে হয় ছাত্র-ছাত্রীদের মাসিক টিউশন ফি থেকে। স্কুলবন্ধ থাকার কারণে অর্থনৈতিকভাবে নিদারুন কষ্টে দিনাতিপাত করছে এসব বিদ্যালয়ের শিক্ষকরা। বক্তারা আরও বলেন, কোন শিক্ষক না পারে কারও কাছে হাত পাততে, না পারে লাইনে দাড়িয়ে সাহায্যে নিতে। তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রধানমন্ত্রীর ষোষিত প্রণোদনায় কিন্ডারগার্টেনগুলোকে অন্তর্ভুক্তিকরণের দাবি করে আসছে। বাংলাদেশ বেসরকারী প্রাথমিক কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির সভাপতি এম এ সিদ্দিক মিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সমিতির মহাসচিব শেখ মিজানুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত সচিব ও পাবলিক সার্ভিস কমিশনের সদস্য সিরাজ উদ্দীন আহমেদ ও বাংলাদেশ বেসরকারি প্রাথমিক কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সী প্রমূখ।