দামুড়হুদায় স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় ৫জন আটক:থানায় জোড়া হত্যা মামলা দায়েরা
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর গ্রামে স্বামী ইয়ার আলী মোল্লা (৫৫) ও স্ত্রী রোজিনা খাতুন (৪৫) কে গলা কেটে কুপিয়ে হত্যা ঘটনায় ৫ জন কে আটক করেছে পুলিশ। রোববার রাত ১২ টার দিকে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে প্রেরন করে। সোমবার সকালে তাদের লাশ ময়না তদন্ত শেষে দুপুরে গবিন্দপুর কবরস্থানে দাফন সম্পূন্ন করা হয়েছে। এ ঘটনায় সোমবার দুপুরে ইয়ার মোল্লার জামাতা আশাদুল বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় সন্দেহ জনক সহ অজ্ঞতনামা একটি জোড়া হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার গভির রাতে উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত বিবাদ আলী মোল্লার ছেলে ইয়ার আলী মোল্লা (৫৫) ও স্ত্রী রোজিনা খাতুন (৪৫) কে গলা কেটে কুপিয়ে হত্যা করে রাখে। রোববার সন্ধ্যায় খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছায় । ঘটনাস্থলে চুয়াডাঙ্গা আতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, সহকারী পুলিশ সুপার আবু রাসেল সহ ঝিনাইদাহ পি আই বির একটি টিম পরিদর্শন করে হত্যার আলামত সংগ্রহ করে। পরে রাত ১২ টার দিকে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে প্রেরন করা হয়। রাতে পুলিশ অভিযান চালিয়ে সাবেক স্ত্রী ফেরদৗসী সহ ৫ জন কে আটক করে । এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক জানানম স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় সন্দেহ ভাজন ৫জনকে আটক করা হয়েছে। থানায় জোড়া হত্যা মামলা হয়েছে তদন্ত চলছে দ্রুত হত্যার রহস্য উন্মোচিত হবে।