রাজবাড়ী জেলা (আইন সহায়তা কেন্দ্র) আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থার সভাপতিকে প্রাণ নাশের হুমকি থানায় ডায়েরী

শেখ মোঃ বিল্লাল হোসেন (স্টাফ রিপোর্টার): রাজবাড়ী জেলা আইন সহায়তা কেন্দ্রের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সভাপতি মোঃ সজিব ফকিরকে প্রাণ নাশের হুমকি দিয়েছে। বৃহস্পতিবার মৃত ইছহাক আলী ফকিরের পুত্র সজিব ফকির গৌরীপুর বাজার এলাকায় সংবাদ সম্মেলন করে প্রাণ নাশের হুমকি দাতাদের নাম প্রকাশ করেন। খানখানাপুর পুলিশ তদন্তকেন্দ্রে গতকাল সজিব ফকির জিডি করেন। জিডি নং-৪৮১, তাং- ২৩/০৯/২০২০ইং। তিনি শহীদ ওহাবপুর ইউনিয়নের গৌরীপুর গ্রামের মোঃ খলিল মোল্লা (৫৫), মোঃ আজাদ শেখ (৩৮), ইছাক আলী খান (৬০) ও বাবলু প্রামানিক (৪৮) এর বিরুদ্ধে প্রাণ নাশের অভিযোগ করেন। তিনি জানান, মাটি ও বালু ব্যবসায় তার সুনাম রয়েছে। এলাকার চাঁদাবাজরা চাঁদা না পেয়ে তাকে প্রাণ নাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। তাহাদের বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক মামলা ও জিডি রয়েছে। এলাকাবাসী জানান, গরীবের বন্ধু সজিব ফকির আগামীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। তাই এলাকার কিছু লোক তার বিরুদ্ধে উঠে পড়ে গেলেছে। সংবাদ সম্মেলনে রির্পোটটি না ছাপানোর জন্য সাবেক ইছাক মেম্বার, তাহার বোনের ছেলে জাহিদ মৃধাকে দিয়ে মোবাইল ফোনে হুমকি দেন, বলেন তোকে বাড়ি থেকে তুলে নিয়ে আসবো না আসলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেব। ইছাক মেম্বার আমার মামা হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *