ভোলায় স্ত্রী-কন্যাকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

অপরাধ তথ্যচিত্র ডেক্স: ভোলা দৌলতখান উপজেলার জয়নগর এলাকায় স্ত্রী শাহানাজ বেগম ও এক বছরের মেয়ে মোহনাকে হত্যার দায়ে বেল্লাল হোসেন পাটওয়ারীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোলার জেলা ও দায়রা জজ এ বি এম মাহমুদুল হকের আদালতে এ আদেশ দেন।মামলার বিবরণে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০১৭ সালের ২ জুন স্ত্রী শাহনাজকে প্রথমে গলাকেটে হত্যা করে স্বামী বেল্লাল। পরে তাকে কম্বল পেচিয়ে আগুন লাগিয়ে দেয় এ সময় তার পাশে থাকা ১ বছরের শিশুও আগুনে পুড়ে মারা যান। আগুনে ঘরের আসবাবপত্র না পুড়লেও খাটের উপরের কম্বল কাঁথা পুড়ে ছাই হয়ে যায়।এদিকে আগুন লাগিয়ে দিয়ে বেল্লাল তার ৭ বছর বয়সী ঘুমন্ত ছেলেকে কোলে নিয়ে বাইরে এসে চিৎকার চেচামেচি করে আগুন আগুন বলতে থাকে। একপর্যায়ে তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে সে অজ্ঞান হওয়ার ভান করেন। তাৎক্ষণিক স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করে। পরে পুলিশ স্ত্রীকে জবাই করে হত্যার প্রমাণ পায় এবং বেল্লাল হোসেনও জবানবন্দিতে বিষয়টি স্বীকার করেন।স্থানীয়রা জানায়, বেল্লাল হোসেন পাটওয়ারী ঢাকায় চাকরি করার সুবাধে একজনকে বিয়ে করে। তাকে তালাক দিয়ে শাহানাজ বেগমকে বিয়ে করে ভোলার দৌলতখান উপজেলার জয়নগর গ্রামের বাড়িতে রাখেন। এদিকে ঢাকাতে ড্রাইভিং করার সুবাদে আবারও প্রথম স্ত্রীর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে দ্বিতীয় স্ত্রী শাহানাজের সাথে কলহের এক পর্যায়ে হত্যার ঘটনা ঘটে।রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ আশরাফ হোসেন লাবু জানান, স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে মঙ্গলবার ভোলা জেলা ও দায়রা জজ এ বি এম মাহমুদুল হক ৩০২ ধারায় বেল্লাল হোসেনকে মৃত্যুদণ্ড এবং ২০১ ধারায় দশ বছরের কারাদণ্ড প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *