দুর্গাপূজাকে টার্গেট করে জাল টাকা ছড়াতে চেয়েছিল তারা
অপরাধ তথ্যচিত্র ডেক্স: আসন্ন দুর্গাপূজাকে টার্গেট করে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় জাল টাকা ছড়িয়ে দিতে চেয়েছিল একটি চক্র। এসব জাল ১ লাখ টাকার বান্ডিল হাত বদল হতো ১৫ থেকে ২০ হাজার টাকায়। গতকাল সোমবার এসব অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে রাজধানীর ডেমরা এলাকা থেকে জাল টাকা ছড়িয়ে দেয়া একটি চক্রকে গ্রেফতার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের একটি টিম।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার।গ্রেফতারকৃতরা হলেন- মো. ইউসুফ আলী, আব্দুর রহিম ওরফে হেলাল হোসেন রহিম, ফজলে রাব্বী মিয়া ও মো. জাহিদ ইসলাম। এসময় তাদের কাছ থেকে ৬৫ লাখ টাকার জাল নোট ও জাল টাকা তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়।অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, রাজধানী ও দেশের বিভিন্ন অঞ্চলে জালটাকার নোট উৎপাদনকারীরা ঈদ, পূজা ও বড় উৎসবকে টার্গেট করে বাজারে জাল নোট ছড়িয়ে দিত। তিনি বলেন, ‘১ লাখ টাকার জাল নোট তৈরি করতে খরচ হয় ১০ হাজার টাকা। পরবর্তীতে এক লাখ টাকার জাল নোট পাইকারীর কাছে বিক্রি করতো ১৫ হাজার টাকায়। পাইকারি বিক্রেতা প্রথম খুচরা বিক্রেতার কাছে বিক্রি করতো ২০ থেকে ২৫ হাজার টাকায়। পরবর্তী ধাপে প্রথম খুচরা বিক্রেতা দ্বিতীয় খুচরা বিক্রেতার কাছে বিক্রি করতো ৪০ থেকে ৪৫ হাজার টাকায়।’তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, মাঠ পর্যায়ে তাদের কর্মীরা নিত্য প্রয়োজনীয় কিনে এই জাল টাকা বাজারে সরবরাহ করতো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা দায়ের হয়েছে।