নরসিংদী মেহেরপাড়া ইউনিয়ন ভূমি অফিসের তফসিলদার লুৎফুল কবির এবং তার সহকারী ফরহাদ হোসেন যথানিয়মে কর্তব্য পালন করছেন না মর্মে জানা গেছে।

ভ্রাম্যমান প্রতিনিধি: নরসিংদী জেলা সদরের মেহেরপাড়া ইউনিয়ন ভূমি অফিসের নায়েব লুৎফুল কবির এবং তার সহকারী নায়েব ফরহাদ হোসেন যথাসময়ে যথাযথ কর্মে কর্তব্যে উপস্থিত হচ্ছে না। এলাকা বাসীর ভাষ্য নায়েব সাহেবেরা যথাসময়ে অফিসে আসেন না বরং ১১.০০ টা থেকে ১২.০০ টার মধ্যে অফিসে আসে এবং তড়িঘড়ি করে ১০০/- টাকার রশিদে ১০০০/- নিয়ে খাজনা আদায় করে থাকেন। অত্র পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধিদ্বয় সরজমিনে ২১/০৯/২০২০ইং তারিখে সোমবার সকাল ৯.০০ থেকে ১০.৪৫ মি. পর্যন্ত অপেক্ষা করেও নায়েব সাহেবদের দেখা পাওয়া যায়নি। অবশেষে একজন খাজনা প্রদানকারী বিরক্ত হয়ে যখন ফেরত যায় তাৎক্ষনিক সমসময়ে খাজনা প্রদানকারী এবং অফিস সহায়কের ছবি ধারন করে অত্র প্রতিনিধিদ্বয় অফিস ত্যাগ করেন। অফিস ত্যাগ করার সমসময়েও বেলা ১০.৫০মি. তখনো তফসিল সাহেবদের অর্থাৎ নায়েব সাহেবদের চেয়ার খালি ছিল। যাহা উল্লেখ্য ছবিতেই প্রমান করা যায। অতঃপর অত্র পত্রিকার প্রতিনিধিদ্বয় নায়েব সাহেবের মোবাইল নাম্বারে রিং করলে লুৎফুল কবির ব্যক্ত করে আমরা আপনাদের চাকুরী করি না। আপনাদের কথামত আমরা চলবো না। আমরা এসি ল্যান্ড, টিএনও এবং ডিসি সাহেবকেও ভয় পাই না। তাদেরকেও আমরা তোয়াক্কা করি না। আমার চাকুরী আমি করবো আমার ইচ্ছামত আমাকে চাকুরী করতে দেন। আপনি পারলে যাহাই লিখতে পারবেন তাহাই লেখেন। শেষ পর্যায়ে অফিস সহায়ক মনিরুজ্জামান মনির বলেন নায়েব সাহেবেরা একটু দেরি করেই আসে। উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষনে অত্র প্রতিবেদনটি প্রকাশ করা হলো। (বিস্তারিত আগামীতে পত্রিকার পাতায়)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *