উপজেলা পর্যায়ে প্রথম ৪৫ মিনিটে কোভিট-১৯ পরীক্ষার পদ্ধতি স্থাপন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় জিন এক্সপার্ট প্রযুক্তির মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র ৪৫মিনিটে কোভিট-১৯ পরীক্ষার অত্যাধুনিক পদ্ধতি স্থাপনের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদের হলরুমে ভিডিও কনফারেন্সর যুক্ত হয়ে এ পদ্ধতির শুভ উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মোমেন। এ সময় বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, জেলা প্রশাসক আনজুমান আরা, সিভিল সার্জন ডাক্তার মো. আব্দুল মোমেন সহ অনেকেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরীফ সাহাবুর রহমান। বক্তারা লোহাগড়া হাসপাতালে জনবল সংকটের বিষয় তুলে ধরলে দ্রুত সমাধান করা হবে বলে আশ্বস্ত করেন সচিব মো. আব্দুল মোমেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র, লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান, লোহাগড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফ, সাংবাদিক খায়রুল আলমসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *