আশুগঞ্জ উপজেলায় এক স্বামী-স্ত্রী সরকারী কর্মকর্তা-কর্মচারী অপর দিকে তারা উভয়ে হাজীও বটে কিন্তু চরম ফাঁকিবাজ
ভ্রাম্যমান প্রতিনিধি: ব্রাহ্মণবাড়ীয়া জেলার আশুগঞ্জ উপজেলার ওয়াপদা (পিডিবি) কর্মকর্তা এনামুল হক, তার স্ত্রী জুনায়েদা রহমান পরিবার কল্যাণ পরিদর্শীকা (এফডব্লিউভি) কর্মরত আড়াইসিধা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে (এফডব্লিউসি) ভারপ্রাপ্ত দায়িত্বে তালশহর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে (এফডব্লিউসি) সপ্তাহে ৩দিন আড়াইসিধা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে, বাকী ৩দিন তালশহর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে, তাছাড়া মাঝে মধ্যে স্যাটেলাইটেও কর্তব্য পালন করতে হয় তার। পক্ষান্তরে ওয়াপদা কর্মকর্তা এনামুল হক আশুগঞ্জ উপজেলায় কর্মরত হইলেও স্ত্রী জুনায়েদা রহমানকে মটর সাইকেলের মাধ্যমে অফিসে আনা নেওয়ার মধ্যে সময় কাটে তার। এলাকাবাসীর ভাষ্য জুনায়েদা রহমান তার কর্তব্যে যথা সময় আসে না এবং তার স্বামী এনামুল হকও যথাযথ কর্তব্য নিশ্চই করে না। যেহেতু তাকে অত্র পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধিদ্বয় তালশহর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে সকাল ১০.৪৫ মিনিটের সময় জুনায়েদা রহমানের অফিস কক্ষেই ক্যামেরায় বন্ধি করে। যদিও এনামুল হকের কর্তব্য তখন আশুগঞ্জ উপজেলা সদরের ওয়াপদা অফিসে। সেহেতু এলাকাবাসীর ভাষ্য স্বামী-স্ত্রী ১০.৪৫ মিনিটে কি করে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের অফিস রুমে অবস্থান নিল তাহা এলাকাবাসীর জিজ্ঞাসা। এনামুল হকের সৌজন্যে সাক্ষাতকারে ব্যক্ত করে তার উর্ধ্বতন কর্মকর্তা কে সে বলেই অনুমতি সাপেক্ষে প্রতিদিন তার স্ত্রীকে স্বাস্থ্য কেন্দ্রে আনা নেওয়া করে। এক পর্যায়ে এনামুল হকের উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে স্ত্রী জুনায়েদা রহমানকে স্বাস্থ্য কেন্দ্রে মটর সাইকেলে সকালে পৌছানো এবং বিকালে স্বাস্থ্য কেন্দ্র থেকে নেওয়ার মত কোন প্রমান দেখাতে স্বক্ষম হয় নাই। স্বামী-স্ত্রী এনামুল হক এবং জুনায়েদা রহমান উভয়ে হাজী তারা ব্যক্ত করে কোন মিথ্যা কথা বলে না। কিন্তু এক সৌজন্য সাক্ষাতে তাদেরকে জিজ্ঞাসা করা হয় জুনায়েদা রহমানের অত্র হাসপাতালে তার কর্তব্য কয়টায়, প্রতিত্তোরে জুনায়েদা রহমান ব্যক্ত করে সকাল ৮.৩০টায় অপর দিকে ওয়াপদা কর্মকর্তা এনামুল হককে জিজ্ঞাসাবাদে ব্যক্ত করে, তার কর্তব্য সকাল ৮.০০ টায়। অথচ তাৎক্ষনিক ভাবে এলাকাবাসীর জিজ্ঞাসা স্বামী-স্ত্রী উভয়ে একই মটর সাইকেলে সকাল ১০.১৫ মিনিটের সময় কোন সমসময়কে কেন্দ্র করে উপস্থিত হইলেন স্বাস্থ্য কেন্দ্রে? প্রতিত্তোরে উভয় হাজীদ্বয় উত্তর দিলেন প্রতিদিন দেরি হয় না। আরো এক প্রশ্নোত্তরের সম্মুখিন হয়ে এনামুল হককে জিজ্ঞাসা করা হয় প্রতিদিন সকাল ১০.০০ টায় বা ১০.৩০টায় স্ত্রীর অফিসে কেমনে আসেন? যদিও পরিবার কল্যাণ পরিদর্শীকা জুনায়েদা রহমান তার স্বাস্থ্য কেন্দ্রের আবাসস্থলে থাকার কথা। যেহেতু তার স্বাস্থ্য কেন্দ্রে ২৪ ঘন্টাই সেবা প্রদানের কর্তব্য। (বিস্তারিত আগামীতে)