নমুনা সংগ্রহ ও পরীক্ষা কম হ্ওয়ার কারণ জানালো স্বাস্থ্য অধিদফতর

অপরাধ তথ্যচিত্র ডেক্স: কিছুদিন আগেও বাংলাদেশ করোনা ভাইরাসের টেস্টের পরিমাণ দাঁড়িয়েছিল ১৭ থেকে ১৮ হাজারের ওপরে। সেই সংখ্যা এখন নেমে এসেছে ১১-১২ হাজারে। আগের থেকে এমন নমুনা সংগ্রহ ও পরীক্ষা কম হওয়ার কারণ জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সংস্থাটি বলছে, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী সুস্থতা ঘোষণা করার জন্য দ্বিতীয়বার পরীক্ষা করার দরকার হচ্ছে না। এজন্য পরীক্ষার সংখ্যা কিছুটা কমেছে। তাছাড়া, পরীক্ষার জন্য মন্ত্রণালয় থেকে একটি ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে। সে কারণে কিছুটা কমতে পারে।’

তারা আরও বলছ, ‘মানুষের মধ্যে করোনা নিয়ে আতঙ্কটা অনেক কমে গেছে। নমুনা পরীক্ষা করাতে মানুষের আগ্রহ অনেকটা কমে গেছে। আগে বুথে ১১টা থেকে ৩টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হতো। অনেক সময় ৩টার পরও অনেকে লাইনে দাঁড়িয়ে থেকে নমুনা দিয়েছেন। কিন্তু এখন ১টার পর নমুনা দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। বুথগুলো শূন্য হয়ে যায়।’

সোমবার (১৩ জুলাই) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এতথ্য জানান। করোনার উপসর্গ থাকলে নমুনা পরীক্ষা করানোর আহ্বান জানান নাসিমা সুলতানা।

এদিকে দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৯ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৯১ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৯৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৮৯৪ জনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *