খুলনার ল্যাবে আরো ৮৭ জনের করোনা শনাক্ত

অপরাধ তথ্যচিত্র ডেক্স: খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে আরো ৮৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
রবিবার (১২ জুলাই) রাতে তাদের নমুনা পরীক্ষার পর খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুমেকের আরটি-পিসিআর মেশিনে মোট ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে মোট ৮৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে ৭৩ জন খুলনা জেলা ও মহানগরীর।
এছাড়াও বাগেরহাটে পাঁচজন, সাতক্ষীরায় ছয়জন এবং যশোর, গোপালগঞ্জ ও পিরোজপুরে একজনের করোনা শনাক্ত হয়েছে।
খুলনা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, খুলনায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন হাজার ১০৮ জনে দাঁড়িয়েছে। মোট আক্রান্তের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ৩৬ জন, মারা গেছেন ৪৬ জন। আক্রান্তদের ৬৬ শতাংশই পুরুষ, নারী ২৯ শতাংশ ও শিশু ৫ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *