আগামী মাসেই দেশে ভয়ংকর ‘সেকেন্ড ওয়েভ’র শঙ্কা
অপরাধ তথ্যচিত্র ডেক্স: গত কয়েকদিন ধরেই দিনে তিন হাজারের নিচে সংক্রমণ ঘটছিল করোনা ভাইরাস। তবে আজ এই সংখ্যা আরও কম। অনেক দিন পর দেশে ৩ হাজারের নিচে নেমেছে সংক্রমণ। তবে কমানো হয়েছে নমুনা পরীক্ষা সংখ্যাও। আগে প্রতিদিন ১৭-১৮ হাজার পরীক্ষা হলেও এখন এই সংখ্যা দাঁড়িয়েছে ১৩-১৪ হাজার।
এমন পরিস্থিতিতে দেশে দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণের আশংকা করছেন চিকিৎসকরা। আগামী আগস্ট ও সেপ্টেম্বর থেকেই দেশে সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় সংক্রমণেরএই ভয়ঙ্কর রূপ নিতে পারে বলে তাদের আশঙ্কা।
একই সঙ্গে শীত আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। নানা অব্যবস্থাপনার কারণে খুব সহসা বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ আসার আশংকা করছেন চিকিৎসকরা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদ বলেন, রাষ্ট্রীয় ও ব্যক্তিগতভাবে আমাদের সতর্ক থাকতে হবে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেন, ‘সেকেন্ড আরেকটা ওয়েভ আসতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে। এখন রোগী কমছে বলে স্বাস্থ্যবিধি মানবো না, এমন করলে হবে না।’
প্রথম দিকে দেশে এই ভাইরাসের সংক্রমণ ধীর গতি ছিল। কিন্তু পরবর্তীতে গার্মেন্টস কারখানাগুলো খুলে দেয়ার পাশাপাশি রমজানের ঈদে মানুষ বাড়িমুখী হওয়ায় সংক্রমণের মাত্রা বেড়ে যায়। যার জের এখনো চলছে। তবে দ্বিতীয় ধাপের সংক্রমণের বিষয়টি মাথায় রেখে ঈদে সরকারি ছুটি সীমিত রাখার পাশাপাশি আগেভাগেই যানবাহন চলাচল বন্ধ করে দেয়ার পরিকল্পনা চলছে বলে জানা গেছে।
চিকিৎসকদের মতে, অতীতের মহামারিগুলোর সংক্রমণের ধরণ অনুযায়ী প্রথম ধাপের ত্রুটিগুলোর ফাঁকে সংক্রমণ ঘটে দ্বিতীয় ধাপের।
চট্টগ্রাম জেনারেল হাসপাতাল চিফ কনসালটেন্ট ডা. আবদুর রব বলেন, ‘সব দেশেই কিন্তু সেকেন্ড ওয়েভ আসে। এছাড়া অন্যান্য মহামারিতেও কিন্তু সেকেন্ড ওয়েভ এসে মারাত্মক প্রাণহানি করেছিল।’
করোনা রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকরা বলছেন, ‘কোরবানির ঈদ পরবর্তী সময়েই বাংলাদেশে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। এই অবস্থায় সেপ্টেম্বরের শুরুকে ধরা হচ্ছে সেকেন্ড ওয়েভের আনুমানিক সময়।’
সিটি করপোরেশন আইসোলেশন সেন্টারের পরিচালক ডা. সুশান্ত বড়ুয়া বলেন, ‘এই কোরবানিকে কেন্দ্র করে সেকেন্ড ওয়েভের আশংকা করছি। তার সাথে সামনে শীতকাল। সেকেন্ড ওয়েভ হবে চ্যালেঞ্জিং।’