পাইকগাছার গদাইপুর ইউপি সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
মোঃমুজিবুর রহমান: পাইকগাছার ৭নং গদাইপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য জগন্নাথ দেবনাথের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি ও প্রধানমন্ত্রী প্রদত্ত করোনা সহায়তা উপহার মানবিক কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ হয়েছে। ১১ জুন বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ও জেলা পরিষদের ১১নং ওয়ার্ড সদস্য শেখ কামরুল হাসান টিপু বরাবর অভিযোগ প্রদান করেন। অভিযোগে উপজেলার গদাইপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মঠবাটী গ্রামের ১৩৭জন ব্যক্তির স্বাক্ষর রয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, ইউনিয়নের মঠবাটী ৩নং ওয়ার্ড এর ইউপি সদস্য জগন্নাথ দেবনাথ প্রধানমন্ত্রীর প্রদত্ত করোনা সহায়তার উপহার মানবিক কার্ড তার মায়ের নামে ও তার জ্যাঠাতো ভাইয়ের নামে দিয়েছে। সরকারি চাকরিজীবীর স্বামীর নামেও কার্ড দিয়েছে। তাছাড়া স্বচ্ছল, পাঁকা দালানবাড়ী, গাড়ী, জমিজমা রয়েছে এমন ব্যক্তিদেরকে তিনি কার্ড দিয়েছেন। অথচ গ্রামের অত্যন্ত গরীব মানুষ মানবিক সহায়তার কার্ড পায়নি। এলাকাবাসী বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের নিকট দাবী জানিয়েছেন। এ ব্যাপারে ৩নং ওয়ার্ড সদস্য জগন্নাথ দেবনাথ জানান, আমার বিরুদ্ধে অভিযোগ করেছে শুনেছি। আমাকে জেলে কার্ড ও রেশন কার্ডধারী বাদে তালিকা দিতে বলা হয়েছে। প্রথম তালিকায় অনেকের নামে অভিযোগ ছিল, সে কারণে পরবর্তীতে তালিকা থেকে তাদের অনেকের নাম বাদ দেওয়া হয়েছে। কিন্তু তারা প্রথম তালিকা নিয়ে অভিযোগ করছে। তদন্ত করলে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ছাড়া তার বিরুদ্ধে আরো অভিযোগ উঠেছে সে তার ওয়ার্ডে মানুষ কে কার্ড দেয়ার সময় জোর করে ৩ শত টাকার মুল্য বন্ধু চুলা বিক্রি করেছে। যদি কেউ চুলা নিতে অস্বীকার করলে তাঁকে কার্ড দেয়া হয় না বলে এমন অভিযোগ রয়েছে ।এ ব্যাপারে ইউপি সদস্য জগন্নাথ দেবনাথের কাছে জানতে চাইলে তিনি বলেন আপনি আমার নিজের লোক না, নিউজ করা লাগবে না , আমি পাইকগাছায় এসে দেখা করবো ।