করোনা পরিস্থিতি ‘অবনতি’ হলে ফের লকডাউন!
অপরাধ তথ্যচিত্র ডেক্স: প্রায় দুই মাসের বেশি সময় পর সাধারণ ছুটি শেষে খুলছে গণপরিবহন। সীমিত আকারে অনুমতি দেওয়া হয়েছে অফিস কার্যক্রমের। তুলে নেওয়া হয়েছে মার্কেট ও শপিং মলের নিষেধাজ্ঞা। শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে শিগগিরই ঘোষণা দিবে সরকার। তবে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি দিনদিন অবনতির দিকে যাচ্ছে। এমন অবনতি হতে থাকলে পুনরায় সাধারণ ছুটি দেয়া হবে। এছাড়া আসবে লকডাউনের ঘোষণাও। সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র থেকে এ আভাস পাওয়া গেছে।
সূত্র জানিয়েছে, দেশের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী সরকার ব্যবস্থা নেবে। তবে দিনদিন যেভাবে করোনা রোগী বাড়ছে, এমন চলতে থাকলে আবারও সাধারণ ছুটি বাড়ানো হতে পারে।
এদিকে, করোনা সংক্রমণ ও মৃত্যুহার অনুযায়ী সারা দেশকে লাল, সবুজ ও হলুদ জোনে ভাগ করার বিষয়ে ভাবছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে এরইমধ্যে কার্যক্রমও শুরু হয়ে গেছে।
এরআগে স্বাস্থ্যমন্ত্রী গণমাধ্যমে বলেন, যেসব এলাকায় করোনার সংক্রমণ বেশি সেসব এলাকাকে লাল বা রেড জোন হিসেবে চিহ্নিত করা হবে। ওই এলাকার লোকদের বাইরে বের হওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হবে। বাইরে থেকেও রেড জোনে লোকদের প্রবেশ সীমিত করার উদ্যোগ নেবে সরকার।
এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, এখনো জোন করা হয়নি। ঢাকা, নারায়াণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে। যদি কোনো জোন রেড হয় সেগুলো রেড করা হবে। তবে কোন এলাকা কোন জোনে পড়বে তা নির্ধারণ করবেন বিশেষজ্ঞরা।
এলাকাভিত্তিক লকডাউনের কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, জোনের মাধ্যমেই সব করা হবে। যেখানে বেশি সংক্রমিত হবে সেখানে কয়েকদিনের জন্য বন্ধ রাখা হবে। তবে বিশেষজ্ঞরা যেভাবে পরামর্শ দেবেন সেভাবেই আমরা কাজ করবো।