বন্যা আসলেই বিপদ যেন সারাক্ষণ পিছনে লেগেই থাকে
মোখলেছুর রহমান বিভাগীয় প্রতিনিধি রংপুর: বন্যা আসলেই বিপদের মুখে শত শত পরিবার,,,বিপদ যেন সারাক্ষণ পিছনে লেগেই থাকে।আর যাতায়াত চলে পুরানা বাশের সাকো দিয়ে কারো কোন মাথা ব্যাথা নেই এইসব ভক্তভুগি অসহায় পরিবারকে নিয়ে, সুন্দরগঞ্জ উপজেলার ১৪ নং চন্ডিপুর ইউনিয়নের কামাড়ের ভিটা উজান বোচাগাড়ী নামক স্থানের শত শত বাসিন্দারা অনেক কষ্টের মধ্য দিয়ে পারাপার হয়।ভাঙ্গা বাশের সাকো দিয়ে।আর বিশেষ করে এই ভাঙ্গা বাশের সাকো দিয়ে প্রায় প্রতিদিন শত শত ছেলে মেয়ে পড়তে আসেন অনেক ঝুকির মধ্যদিয়ে।আর শুরু হয়ে যায় বাবা,মায়ের বাড়তি চিন্তা কখন ছেলে মেয়েরা উজান বোচাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ী আসবেন।।এলাকা বাসী বলেন এই ভাঙ্গা সাকোটি প্রতি বছর বন্যা আসার আগে মেরামত করে পারাপার হওয়ার উপযুগি করে রাখতে হয়।আমরা তাদের কে প্রশ্ন করলাম আপনারা কাদের অর্থ্যে বাশের সাকোর মেরামতের কাজ সম্পুন্ন করেন।দির্ঘ্যক্ষণ নিশ্বাস ফেলে আমাদের কে জানান কে দেবে ভাই আমাদের টাকা।নিজেরা যখন এই সাকো দিয়ে চলি।তখন গ্রামের সবাই মিলে বাশের সাকোর কাজ প্রতি বছরে শেষ করি।আর ইউনিয়নের প্রতিনিধিদের কথা
বলতেই এক ভাই রেগেই গেলেন।তিনি বললেন নির্বাচন আসলেই এই ভাঙ্গা বাশের সাকোর সামনে এসে ওয়াদা দিয়ে যায় আমি হলে পরে আপনাদের জানিয়ে রাখলাম এখাষে বাশের সাকো থাকবেনা।এখানে আমি পাকা ব্রিজ বানিয়ে দিবো ইনশাআল্লাহ।আমরা ও ভাই কথা শুনে খুশি মনে পরিবার সহ ভোট দিয়ে আসি।এবং মন থেকে দোয়াও করি।কথা দিয়েছেন ইনি পার হলে পাকা ব্রিজটা তো হবে কই? নির্বাচনে জয়ী হবার পর আর সোনা বন্ধুদের দেখা পাওয়া যায়না।