নওগাঁ ও লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূসহ দুজনের মৃত্যু

অপরাধ তথ্যচিত্র ডেক্স: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বজ্রপাতে তমিজন নেছা (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) বিকেলে উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের পঙ্গু প্রতিবন্ধি সামছুল হকের স্ত্রী। আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ উপজেলার আকাশ বুধবার দিনভর মেঘাচ্ছন্ন ছিল। মেঘলা আকাশে বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন গৃহবধূ তমিজন নেছা। হঠাৎ সেখানে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া নওগাঁর ধামইরহাটে বজ্রপাতে এক যুবক মারা গেছে। বিকেল ৫টার দিকে উপজেলার উমার ইউনিয়নের অন্তর্গত অমরপুর গ্রামের পশ্চিম মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত আবু ইছা তার দুলাভাই আব্দুল কাদের এর অমরপুর গ্রামে বেড়াতে যায়। বিকেলে প্রচন্ড ঝড় ও বৃষ্টি শুরু হয়। আবু ইছা ও তার বোন মহিষা বেগম (২৭) কে নিয়ে গরু নেয়ার জন্য অমরপুর গ্রামের পশ্চিম মাঠের পুকুর পাড়ে যায়। এ সময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলে আবু ইছা মারা যায় এবং গুরুতর আহত অবস্থায় মনিষা বেগমকে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। আবু ইছা উপজেলার উমার ইউনিয়নের অন্তর্গত বিহারীনগর গ্রামের আবু কালামের ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *