মাগুরার শ্রীপুরে রহস্যজনক অগ্নিকান্ডে তিন পরিবারের পাটকাঠি ও ধানের বিচালির গাঁদা পুড়ে ছাঁই
মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুরে একই রাতে রহস্যজনক ৩টি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার মধ্যরাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানা যায়। এ ঘটনায় ৩টি পরিবারের পাটকাঠি ও ধানের বিচালির গাঁদা পুড়ে ছাই হয়ে গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার চরগোয়ালদা গ্রামের কেরন ম-লের ছেলে নিখিল ম-ল ও আনন্দনগর গ্রামের যগিশ্বর বিশ্বাসের ছেলে কুটিশ্বর বিশ্বাসের বিচালির গাঁদা এবং একই গ্রামের নীলকান্ত সরকারের ছেলে তরুণ সরকারের পাটকাঠি ও ধানের বিচালির গাঁদা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তরুণ সরকার জানান, গ্রামের বা আশপাশের কারো সঙ্গেই তার কোন শত্রুতা নেই। কারা যে এমন ঘটনাটি ঘটিয়েছে তা তিনি বুঝতেই পারছেন না।তরুন সরকার আরো জানান,অগ্নিকান্ডের ঘটনায় তাদের লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানান, সোমবার রাত দুইটার দিকে তরুণ সরকারের চিৎকার শুনে ঘর থেকে বাহিরে এসে দেখি কে বা কারা তার পাটকাঠি ও ধানের বিচালির গাঁদায় আগুন লাগিয়ে দিয়েছে। পরে আশপাশের লোকজন বেশ কিছুক্ষণ চেষ্টার পরে আগুন নেভায় । ইতি পুর্বেও একাধীক বার এ ধরনের ঘটনা ঘটেছে বলে জানায়।এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।এ বিষয়ে দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন কানন বলেন,বিষয়টি আমি জানার পর ঘটনাস্থলে গিয়েছিলাম । ভুক্তভোগী পরিবার থেকে কোন লিখিত অভিযোগ দিলে আমার পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।