নমুনা দিতে দীর্ঘ লাইন, এখন থেকে করতে হবে অনলাইনে রেজিস্ট্রেশন
অপরাধ তথ্যচিত্র ডেক্স: দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা ভাইরাসের রোগীর সংখ্যা। টেস্টের পরিমাণ যতোই বাড়ছে ততই আক্রান্ত হওয়া মানুষের সংখ্যা বাড়ছে। ফলে এখনও নমুনা দেয়া মানুষের সংখ্যাও বাড়ছে। বিভিন্ন হাসপাতালে নমুনা দিতে ইচ্ছুক মানুষের প্রচণ্ড ভিড় বাড়ছে। মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে নমুনা দিচ্ছেন। তবে তারা নমুনা দিতে গিয়ে নানা ভোগান্তি নিয়ে অভিযোগ করছেন। রাজধানীতে নমুন দিতে সবচেয়ে বেশি ভিড় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী করোনা ইউনিটে।প্রচণ্ডে এই ভিড়ে যেমন ভোগান্তি হচ্ছে তেমন সংক্রমণ বিস্তার হচ্ছে। ফলে নতুন নিয়ম চালু করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ।এখন থেকে করোনা পরীক্ষা করাতে হলে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। যারা অনলাইনে রেজিস্ট্রেশন করবে, কেবল তাদেরই করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করবে বিএসএমএমইউ। ল্যাবরেটরির সেবার মান রক্ষা করা, রোগীদের দীর্ঘ লাইনে অপেক্ষাজনিত ভোগান্তি কমানো এবং ভিড়ের কারণে করোনার সংক্রমণ বিস্তার ঠেকাতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ।
এক বিজ্ঞতিতে বিএসএমএমইউ জানিয়েছে, বিএসএমএমইউ’র বেতার ভবনের নিচ তলায় ফিভার ক্লিনিক ও দ্বিতীয় তলায় করোনা ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার ক্ষেত্রে এখন থেকে আগে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। আগামী ১৭ই মে থেকে এ কার্যক্রম শুরু হবে। ওইদিন সকাল ৮টা থেকে অনলাইনে রোগীদের নাম, ঠিকানা, লিঙ্গ, বয়স ও মোবাইল ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট মোবাইল ফোন থেকে এসএমএসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের সম্ভাব্য সময় জানিয়ে দেয়া হবে। নির্দিষ্ট সময়ে ফিভার ক্লিনিকে এসে প্রেরিত ওই এসএমএস দেখিয়ে চিকিৎসা সেবা নিতে হবে। প্রয়োজনীয় ল্যাবরেটরি সেবা নেয়ার ক্ষেত্রেও একই অ্যাপয়েন্টমেন্টের ধারাবাহিকতা রক্ষা করা হবে।বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন সকাল ৮টা থেকে শুধু পরবর্তী কর্মদিবসের জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট দেয়া হবে। অনলাইনে প্রাপ্ত অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো রোগী সেবা নিতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmmu.edu.bd) অনলাইন অ্যাপয়েন্টমেন্টের জন্যে রেজিস্ট্রেশন ফরমটি পাওয়া যাবে।এতে আরো বলা হয়, কোভিড-১৯ এর বিরুদ্ধে চলমান যুদ্ধে সামনের কাতারের যোদ্ধাদের, অর্থাৎ চিকিৎসকসহ সব চিকিৎসা সেবা প্রদানকারী স্বাস্থ্যকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও পুলিশবাহিনীর সদস্যদের একইভাবে পরবর্তী দিনের জন্যে নির্ধারিত কোটায় রেজিস্ট্রেশন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এছাড়া মুক্তিযোদ্ধাদের জন্যও একইভাবে রেজিস্ট্রেশন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আর বিশেষ কোটায় অ্যাপয়েন্টমেন্ট প্রাপ্তদের চিকিৎসা সেবা নেয়ার সময় নিয়োগকর্তা বা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্বীকৃত ও গ্রহণযোগ্য পরিচয়পত্র দেখাতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।