তানোরে কীটনাশকে ঝলসে গেল কৃষকের স্বপ্ন
তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোরে কীটনাশক ব্যবসায়ীর প্রতারণায় এক কৃষকের সাড়ে তিন বিঘা জমির বোরো ধান পুড়ে খড়ে পরিনত হয়েছে। এঘটনায় চলতি বছরের ৯মে ক্ষতিগ্রস্ত কৃষক বাদি হয়ে কীটনাশক ব্যবসায়ী শামসুজ্জোহা ডালিমকে বিবাদী করে উপজেলা কৃষি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।এদিকে এ খবর ছড়িয়ে পড়লে ওই কীটনাশক ব্যবসায়ীর শাস্তির দাবিতে কৃষকরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে।
অভিযোগে প্রকাশ,তানোরের মুন্ডুমালা পৌরসভার এক নম্বর ওয়ার্ড পাঁচন্দর গ্রামের বাসিন্দা সারুদ্দি সরকারের পুত্র কৃষক মাসুদ রানার সাড়ে তিন বিঘা বোরো খেতে শীষকাটা রোগ দেখা দেয়। স্থানীয় কীটনাশক ব্যবসায়ী মেসার্স সুফিয়া টেড্রার্সের স্বত্তাধিকারী সামসুজ্জামান ডালিমের পরামর্শে গত ৫মে তার দোকান থেকে কীটনাশক কিনে বোরোখেতে প্রয়োগ করেন।এদিকে ৭মে মাসুদ রানা জমিতে গিয়ে দেখেন তার জমির পুরো ধান গাছ পুড়ে খড়ে পরিনত হয়েছে।এতে তার প্রায় এক লাখ টাকার আর্থিক ক্ষতি হতে চলেছে। তিনি বলেন, ভেজাল ও নিম্নমাণের কীটনাশক দেয়ায় তার এই ক্ষতি হয়েছে তিনি ক্ষতিপুরুন চান নইলে তাকে পথে বসতে হবে বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন অন্যদিকে গত ১০মে রোববার সকালে শামসুজ্জোহা ডালিমের লোকজন কৃষক মাসুদ রানাকে বাড়ি থেকে ডেকে নিয়ে জোরপুর্বক বিষয়টি আপোষ-মিমাংসা করাতে বাধ্য করেন বলে মাসুদ রানা জানান।এঘটনায় এলাকার কৃষকদের মধ্য চরম অসন্তোষ সৃস্টি হয়েছে।এবিষয়ে জানতে চাইলে স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা শমসের আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক ব্যবসায়ীর ভুলের কারণে এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে।এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুল ইসলাম বলেন,অভিযোগ পাওযা গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে কীটনাশক ব্যবসায়ী শামসুজ্জোহা ডালিম অভিযোগ অস্বীকার করে বলেন, ছোট ভুলবোঝাবুঝি হয়েছে বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করা হয়েছে।এব্যাপারে কৃষক মাসুদ রানা বলেন, তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে জোরপুর্বক আপোষ করানো হয়েছে তিনি এটা মানেন না তিনি ক্ষতিপুরুন চান