সাংবাদিকদের জন্য নির্দিষ্ট চিকিৎসা কেন্দ্র স্থাপন করুন: নাসিম
অপরাধ তথ্যচিত্র ডেক্স: করোনা পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করা সাংবাদিকদের আরও উৎসাহ-উদ্দীপনা দিতে তাদের জন্য আর্থিক প্রণোদনা প্রদান ও নির্দিষ্ট চিকিৎসা কেন্দ্র স্থাপন করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। শনিবার (৯ মে) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। মোহাম্মদ নাসিম বলেন, ‘এখনই সরকারের সংশ্লিষ্ট মহল ও মিডিয়ার মালিকদের এক্ষেত্রে এগিয়ে আসতে হবে। করোনা যুদ্ধে ফ্রন্টফাইটার আজকের সাংবাদিক বন্ধুগণ। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন শহর ও মফস্বল অঞ্চলে দিনরাত জীবনের ঝুঁকি নিয়ে করোনা সংক্রান্ত বিভিন্ন খবর, সরকারি ব্যবস্থাপনা, ত্রাণ তৎপরতাসহ চিকিৎসা সংক্রান্ত সকল সুবিধা-অসুবিধার সংবাদ মাঠে থেকে সংগ্রহ করছে।’ তিনি বলেন, ‘ইতোমধ্যে দু’জন সাংবাদিক মৃত্যুবরণ করেছে এবং অনেকে করোনায় আক্রান্ত হয়েছে। যদিও ঝুঁকি নিয়ে কাজ করা সাংবাদিকদের পেশা, তবুও দুঃখজনক আজ তাদের অনেকের বিনা বেতনে কাজ করতে হচ্ছে। অনেকেই অনেক অসুবিধার মধ্যে প্রতিনিয়ত সংবাদপত্র চালু রাখতে কাজ করে যাচ্ছে। সংবাদ মাধ্যম জনগণের কাছে এখনো প্রতিদিনের প্রয়োজনীয় খোরাক হিসেবে উপস্থাপন করছে।’
১৪ দলের মুখপাত্র বলেন, ‘দুর্ভাগ্যজনক এই পরিস্থিতিতেও করোনা আক্রান্ত সাংবাদিকদের জন্য কোন সুনির্দিষ্ট চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়নি।’
এ অবস্থায় সাংবাদিকদের আর্থিক প্রণোদনার ব্যবস্থাসহ অন্য বিষয়গুলো কার্যকর করতে এগিয়ে আসার জন্য তিনি তথ্যমন্ত্রীর প্রতি পুনর্বার অনুরোধ জানান।
মোহাম্মদ নাসিম বলেন, ‘এখন এদেশে অনেক কর্পোরেট হাউজ এবং শিল্পগোষ্ঠী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মালিক ও সম্পাদক। এরা যদি সম্মিলিতভাবে কর্মরত সাংবাদিকদের জন্য আপৎকালীন আর্থিক তহবিল গঠন করে এবং প্রয়োজনীয় চিকিৎসার জন্য সুনির্দিষ্ট যেকোন বেসরকারি হাসপাতালের ব্যবস্থা করে, তাহলে আমি বিশ্বাস করি এই দুঃসময়ে সাংবাদিকরা আরো উৎসাহ-উদ্দীপনা ও শক্ত মনোভাব নিয়ে করোনা বিরোধী যুদ্ধে দেশ ও জনগণের পাশে থাকবে।’