একদিনেই করোনা আক্রান্ত ৬০ পুলিশ, এ পর্যন্ত ৯১৪

অপরাধ তথ্যচিত্র ডেক্স: সারা দেশে চলমান মহামারি করোন ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনা থেকে শুরু করে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে দায়িত্ব পালন করতে গিয়ে একদিনেই নতুন করে আরও ৬০ জন পুলিশ সদস্য কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত এ প্রাণঘাতি ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ পুলিশের মোট ৯১৪ জন সদস্য।
সোমবার (৪ মে) পুলিশ সদর দফতরের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, পুলিশ আক্রান্ত হতে পারে, এটাই স্বাভাবিক। কেননা, তারা জনগণের সঙ্গে প্রতিনিয়ত মিশে গিয়ে কাজ করছেন। এ কারণে অসাবধানতাবশত অনেকেই আক্রান্ত হচ্ছেন। তবে আতঙ্কের কিছু নেই। যেসব সদস্য আক্রান্ত হচ্ছেন পুলিশের পক্ষ থেকে তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। আগামীতেও করা হবে।
পুলিশ সদর দফতরের পরিসংখ্যানে দেখা গেছে, ৪ মে পর্যন্ত ৯১৪ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে আছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪৪৯ সদস্য। সুস্থ হয়েছেন ৫৮ জন। আইসোলেশনে আছেন ৩১৫ জন। মারা গেছেন এ পর্যন্ত ৫ পুলিশ সদস্য।

আক্রান্ত পুলিশ সদস্যদের রাজারবাগ, মিরপুর, গেন্ডারিয়াসহ বিভিন্ন হাসপাতালে উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *