গণ স্বাস্থ্য কেন্দ্রের অর্থায়নে ৭০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: গণ স্বাস্থ্য কেন্দ্রের অর্থায়নে করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের ৭০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। নওগাঁর ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের ইয়াকুব-ফিরোজা মেমোরিয়াল ফাউন্ডেশনের এবং হযরতপুর প্রবীণ ক্লাবের সদস্যরা সোমবার সকাল ৯টা থেকে দিন ব্যপী খাদ্য সামগ্রী বিতরণ করেন।
প্রতিটি পরিবারে ১০ কেজি চাউল, ৫ কেজি ময়দা, ২ কেজি আলু, ১ কেজি ছোলা, ৫০০ গ্রাম মশুর ডাউল, ৫০০ গ্রাম তেল বিতরণ করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য আইয়ুব আলী মাষ্টার, মেহবুব আহাম্মেদ, আগ্রাদ্বিগুন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজীর আহম্মেদ, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আকতার হোসেন, হযরতপুর প্রবীণ ক্লাবের সভাপতি আবুল কাসেম, আগ্রাদ্বিগুন কলেজের অধ্যক্ষ মোজাফ্ফর রহমান, নজিপুর গিয়াস উদ্দীন মেমোরিয়াল বিএম কলেজের প্রভাষক আবু শিহাব, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান রুবেল, কাজী ফারুক হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *