পিরোজপুরে ৪ জন কোভিড-১৯ করোনা রোগী সনাক্ত

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলায় চার জন করোনা ভাইরাস (কোভিড-১৯) রোগী সনাক্ত হয়েছে। মঙ্গলবার রাতে পিরোজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ হাসনাত ইউসুফ জাকী বিষয়টি নিশ্চিত করে জানান সনাক্ত হওয়া চার ব্যক্তিই যুবক এবং তারা নারায়নগঞ্জ থেকে পিরোজপুরে ফিরেছে। কোভিড-১৯ সনাক্ত হওয়া রোগীদের দুই জনের বাড়ী পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাদুরা গ্রামে এবং অপর এক জনের বাড়ী ভান্ডারিয়া উপজেলার জামিরতলা গ্রাম। এর আগে সোমবার জেলার মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা ইউনিয়নে পাতাকাটা গ্রামে প্রথম কোভিড-১৯ রোগী সনাক্ত হয়েছিলো। পিরোজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ হাসনাত ইউসুফ জাকী জানান, নারায়নগঞ্জ থেকে পিরোজপুরে ফেরা পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাদুরা গ্রামের (২৪) ও (৩৩) বছরের দুই যুবক এবং ভান্ডারিয়া উপজেলার জামিরতলা গ্রাম (৩০) বছরের যুবকের কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করার জন্য গতকাল সোমাবার বরিশালে পাঠানো হলে মঙ্গলবার তাদের রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। আক্রান্ত ব্যক্তিরা বর্তমানে সবাই তাদের নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে আছে। তবে তাদের হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *