প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা বিতরণ
আলিফ হোসেন,তানোর: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রান্তিক কৃষকদের মধ্যে উফসী আউশ কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। এদিকে এসব প্রণোদনা পেয়ে কৃষকদের মধ্যে উৎসবের আবহ সৃস্টি হয়েছে। জানা গেছ, চলতি বছরের ১২ এপ্রিল রোববার উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসুচি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হক সরকার ও উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলামপ্রমুখ। এ সময় প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামুল্য উফসী জাতের আউশ ধানের বীজ, পেয়াজ বীজ ও রাসায়ানিক সার বিতরণ করা হয়েছে। অন্যদিকে একই দিনে স্থনীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর ব্যক্তিগত তহবিল ও উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় নিম্ন আয়ের কর্মহীন মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। এসব খাবারের মধ্যে রয়েছে ৫ থেকে ১০ কেজি চাল, দুই কেজি আলু, দুই কেজি আটা, এক কেজি ডাল, এক কেজি তেল ও একটি সুগন্ধী সাবান। এব্যাপারে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, মাননীয় প্রধান্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সাংসদের নির্দেশে তাদের পক্ষ থেকে এসব (ত্রাণ) খাবার সামগ্রী বিতরণ করা হচ্ছে করোনা দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত্য এই কর্মসুচী অব্যাহত থাকবে। তিনি বলেন,ইতমধ্যে স্থানীয় সাংসদের ব্যক্তিগত তহবিল থেকে প্রায় তিন হাজার ও উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত তহবিল থেকে প্রায় দুই হাজার মোট পাঁচ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। তিনি বলেন,যাদের ঘরে খাবার নাই তাদের হটলাইনে যোগাযোগ করার আহবান জানানো হয়েছে,খবর দেয়া মাত্র তাদের ঘরে ঘরে খাবার পৌচ্ছে দেয়া হবে ইনশাল্লাহ্।