নিজেদের রক্ষা নিজেদেরই করতে হবে: প্রধানমন্ত্রী

অপরাধ তথ্যচিত্র ডেক্স: সারা দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেদের রক্ষাটা নিজেদেরই উদ্যোগ নিয়ে করতে হবে বলে জনিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘অকারণে কেউ এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটাছুটি করবেন না। কেউ শ্বশুর বাড়ি পরে গেলেও পারেন। কেউ আত্মীয়দের বাড়িতে পরে গেলেও পারেন। সবাইকে সতর্ক থাকতে হবে। কে কখন কার দ্বারা সংক্রমতি হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না, সেটা বোঝাই যাচ্ছে না।’ রবিবার (১২ এপ্রিল) দেশের করোনা পরিস্থিতি নিয়ে বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের সংযুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘অদৃশ্য শক্তির মতো এই করোনা ভাইরাস এসে হানা দিয়েছে। অনেক উন্নত দেশ এটা মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে। যারা মারা গেছে আমি তাদের জন্য শোক-সমবেদনা জানাচ্ছি। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশও এ ভাইরাসে আক্রান্ত। ইতোমধ্যে ৩০ জন মারা গেছে। সবার প্রতি শোক-সমবেদনা জানাচ্ছি।’ তিনি বলেন, ‘এটা অবাক কাণ্ড, আজ একটা ভাইরাসের কারণে সারা বিশ্ব স্থগিত। সারা বিশ্ব ঘরে বন্দি হয়ে পড়েছে। স্বাভাবিক জীবনযাবন স্থবির হয়ে পড়েছে।’ দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘ছেলেমেয়ে বাচ্চাদের নিয়ে আপনারা ঘরে থাকেন। আমি জানি, এই ঘরে থাকতে গিয়ে আপনাদের কষ্ট হচ্ছে। তারপরও আপনারা ঘরে থাকুন। আমি আমেরিকাসহ বিভিন্ন দেশের সঙ্গে কথা বলেছি- সবাই প্রচুর গরম পানি পানের পরামর্শ দিয়েছে। আপনারা সেই পরামর্শ অনুসরণ করুন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টরা অক্লান্ত পরিশ্রম করছে। সংবাদমাধ্যম জীবনের ঝুঁকি নিয়ে তথ্য সংগ্রহের কাজ করে যাচ্ছে। সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *