নতুন আক্রান্ত ৪ জেলা, সব রোগী ঢাকা-নারায়ণগঞ্জ ফেরত

অপরাধ তথ্যচিত্র ডেক্স: আশার আলো দেখিয়ে নিরাশায় ডোবাল করোনা ভাইরাস। শুক্রবারের তুলনায় শনিবার দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কমেছিল, কিন্তু একদিন পরেই রবিবার (১২ এপ্রিল) আবারও রেকর্ড পরিমাণ আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ১৩৯ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে। এর মধ্যে নতুন করে আরও চারটি জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। জেলাগুলো হলো- লক্ষীপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও, ঝালকাঠি। এ নিয়ে মোট ৩৫টি জেলায় এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) দুপুরে আইইডিসিআর এর নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা এতথ্য জানান। তিনি জানান, তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, এ চারটি জেলায় যারা নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তারা গত এক সপ্তাহের মধ্যে রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে সেখানে গিয়েছেন। সবচেয়ে বেশি সংখ্যক শনাক্ত হয়েছে ঢাকা মহানগরীতে যা মোট শনাক্তের প্রায় ৫০%। আবার ঢাকা বিভাগের অন্যান্য জেলায় শনাক্ত হয়েছেন আরও ৩৫% রোগী। নতুন শনাক্ত হওয়া ১৩৯ জনের মধ্যে ৯৬ জন পুরুষ, ৪৩ জন নারী। এরমধ্যে ৬২ জন ঢাকার বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *