ঝিনাইদহে পুলিশ সুপারের উদ্যোগে অসহায় ও দুস্তদের মাঝে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ

সাইফুল ইসলাম ঝিনাইদহ প্রতিনিধি: মহামারী করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক নয় সচেতন হোন এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা আঃ রউফ ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গনে সামাজিক দুরত্ব বজায় রেখে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ঝিনাইদহ পুলিশ সুপার। শনিবার সকাল ১০ টা ও বিকাল ৫ টার দিকে ডাকবাংলা পুলিশ ক্যাম্পের সহযোগিতায় সাগান্না ও সাধুহাটি ইউনিয়নের ৩০০ শত অসহায় দিন মজুরদের মধ্যে ৫ কজি চাউল ২ কেজি আলু অাধা কেজি ডাউল ১ পিচ সাবান বিতরণ করা হয় । অসহায় ও দুস্তদের মাঝে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ঝিনাইদহের সুযোগ্য পুলিশ সুপার হাসানুজ্জামান,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার তারেক আল মেহদী, ঝিনাইদহ সদর থানার ও সি মিজানুর রহমান, পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন, করোনা ভাইরাস ঠেকাতে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সবাই নিজ ঘরে অবস্থান করবেন। বাংলাদেশ পুলিশ সবসময় আপনাদের পাশে আছে। দুর্যোগের সময়ও আপনাদের পাশে থাকবে। ঝিনাইদহ জেলার বিভিন্ন জায়গায় পুলিশ সচেতনতা মূলক কাজ করে যাচ্ছে পাশা পাশি দিনে আনা দিনে খাওয়া দিন মুজুরদের মধ্যে আমরা ত্রাণ সামগ্রীর সাথে মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার,সাবান দিচ্ছি। করোনা বৈশ্বিক ব্যাপার। এ সমস্যা মোকাবেলায় মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা দৃঢ়টার সাথ কাজ করে যাচ্ছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *