করোনার চিকিৎসা দিতে অনিচ্ছা, ৬ ডাক্তার বরখাস্ত
অপরাধ তথ্যচিত্র ডেক্স: আগে হুঁশিয়ারি দেয়া ছিল, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের চিকিৎসা দিতে অস্বীকৃতি জানালে কঠোর শাস্তি দেওয়া। প্রধানমন্ত্রীর এমন হুঁশিয়ারি উপেক্ষা করে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে অনিচ্ছা প্রকাশ করায় কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ৬ জন চিকিৎসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বরখাস্তকৃত ৬ চিকিৎসক হলেন- গাইনি বিভাগের জুনিয়র কনসালটেন্ট শারমিন হোসেন, আবাসিক চিকিৎসক মুহাম্মদ ফয়জুল হক, কনসালটেন্ট হীরম্ব চন্দ্র রায়, মেডিকেল অফিসার ফারহানা হাসনাত উর্মি পারভিন ও কাওসারউল্লাহ। শনিবার (১১ এপ্রিল) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বেলাল হোসেন। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পর থেকেই কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।