আত্রাইয়ে বন্দুক যুদ্ধে সন্ত্রাসী সিকদার নিহত

আত্রাই(নওগাঁ)সংবাদদাতা: নওগাঁর আত্রাইয়ে শীর্ষ সন্ত্রাসী বিভিন্ন হত্যা মামলা আসামী ও সর্বশেষ স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুর রাজ্জাক হত্যা মামলার আসামী খুনি মিনহাজুল ইসলাম মিন্টু ওরফে সিকদার(৩০) পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। এ সময় চারজন পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, একটি পাইপগান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাত্রি ২টায় উপজেলার তিলাবাদুরীতে এই ঘটনা ঘটে। নিহত সিকদার উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামের আব্দুর রহমান ওরফে পোড়ার ছেলে। আত্রাই থানা অফিসার ইনচার্জ মোসলেম উদ্দিন জানান, গত ২৯ মার্চ উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামের সেচ্ছাসেবকলীগ নেতা আব্দুর রাজ্জাককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দায়েরর পর তথ্য প্রযুক্তির সহযোগিতায় ওই মামলার সিকদারকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে আত্রাই উপজেলার তিলাবাদুরী কদ্মার বিল নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। সর্বশেষ তার দেওয়া তথ্যমতে গত বুধবার রাতে তিলাবাদুরী এলাকায় উক্ত হত্যা মামলার সহযোগীদের গ্রেফতার করার জন্য অভিযান পরিচালনা করা হয়। এই সময় তিলাবাদুরী কদ্মার বিলে অবস্থানরত পলাতক আসামিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধ চলাকালে গ্রেফতারকৃত সিকদার পলানোর চেষ্টাকালে গুলিবিদ্ধ হয়। এসময় অন্যরা সবাই পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল ও একটি দেশীয় পাইপগান এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় চারজন পুলিশ আহত হয়েছে। ওসি মোসলেম উদ্দিন আরো জানান পালাতক আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিহতের বিরুদ্ধে আত্রাই থানাসহ অন্যান্য থানায় হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *