ইসলামপুরে করোনা পরিস্থিত মোকাবেলায় সরকারি নির্দেশনা মানছে না অনেকেই
ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি: করোনার পরিস্থিতি মোকাবেলায় সারাদেশে ১০দিনের জন্য সব গণজমায়েত বন্ধ রাখার নির্দেশনা দেয়া হলেও জেলার ইসলামপুরে সামাজিক নিরাপত্তা দূরত্ব না মেনে গুঠাইল বাজার সহ বিভিন্ন হাটবাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র ছাড়াও দোকানপাটা খোলা হচ্ছে। চলছে ফাকাঁ রাস্তায় বেপড়োয়া ভাবে যানবাহন চলাচলও। বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান ও মেম্বারদের করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা মূলক কোন কার্যক্রম না থাকায় সরকারি নিষেধাজ্ঞা মানছে না অনেকেই। সকলা থেকে রাত চা-পানের দোকানসহ বিভিন্ন দোকান ও মোড়ে মোড়ে মানুষের আনা গোনা,আড্ডা লক্ষ করা গেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, করোনা ভাইরাসের কারণে জেলা প্রশাসকের নির্দেশে সকাল ৬টা হতে বিকাল ৫টা পর্যন্ত নির্দিষ্ট সময়ের মধ্যে নিত্যা প্রয়োজনীয় পণ্যের দোকান খোলা রাখা এবং উপজেলার সকল স্থানে গণজমায়েত বন্ধ সহ সকল হাট-বাজার আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে। যারা নির্দেশনা মানবে না তাদের বিরোদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।