সান্তাহারে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রশিদ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: করোনা সতর্কতায় যখন অঘোষিত লকডাউন সবখানে, দরিদ্র পরিবারগুলোর দুশ্চিন্তা কিভাবে যোগাড় হবে খাদ্য, ঠিক তখন বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের ২নং ওয়ার্ডের নামা পৌঁওতা গ্রামের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রশিদ। তিনি নিজ উদ্যোগ ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সামগ্রী আটা, ডিম, তেল, আলু, স্যাভলন সাবান, লিফলেট ও মাস্ক বিতরন করেন। রবিবার বেলা ১১টায় খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম উদ্বোধন করেন সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন। এ সময় উপস্থিত ছিলেন সবদুল হোসেন, রেজভী, মানিক, জুয়েল, পলাশ, লিয়ন, শাহাজান, জাভেদ, চাঁনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় নামা পৌঁওতা গ্রামের আশপাশের এলাকায় প্রায় ৪শ’ জন দরিদ্র মানুষের হাতে এই খাদ্য সামগ্রী পৌঁছা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *