ব্রিটিশ প্রধানমন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত

অপরাধ তথ্যচিত্র ডেক্স: মরণব্যাধী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ যুবরাজ চার্লসের পর এবার প্রধানমন্ত্রী আক্রান্ত হলেন। শুক্রবার (২৭ মার্চ) এক ভিডিও কনফারেন্সে তিনি নিজেই এতথ্য জানিয়েছেন। দফতরের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, পরীক্ষায় করোনাভাইরাস ‘পজেটিভ’ আসার পর তিনি নিজেকে আলাদা (আইসোলেশন) রেখেছেন। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের করোনা সংক্রমণ মৃদু বলে জানায় বিবিসি। প্রধানমন্ত্রীর দফতরের এক বিবৃতিতে বলা হয়, ববরিস জনসন ইংল্যন্ডের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা অধ্যাপক ক্রিস হুইটির তত্ত্বাবধানে করোনা পরীক্ষা করান। তবে এ সময়েও তিনি করোনা সংকট মোকাবিলায় সরকার প্রধান হিসেবে সব দায়িত্ব পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *