অবশেষে বন্ধ হচ্ছে সব গার্মেন্টস

অপরাধ তথ্যচিত্র ডেক্স: বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি অবনতির সঙ্গে বাংলাদেশের তৈরি পোশাক খাত গার্মেন্টসও বন্ধ হতে যাচ্ছে। মালিকদের গার্মেন্টস বন্ধ করতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি-বিজিএমইএ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় সংগঠনটির সভাপতি রুবানা হক গার্মেন্টস মালিকদের কাছে সব কারখানা বন্ধের অনুরোধ জানিয়ে চিঠি লিখেন। এতে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সব গার্মেন্টস বন্ধ রাখার আহ্বান জানান। চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রী সবাইকে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। সবার সুরক্ষা এবং সু-স্বাস্থ্যের জন্য কিছু সচেতনতামূলক পদক্ষেপ নিতে বলেছেন। প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সর্ববৃহৎ শিল্প হিসেবে আমাদের দৃষ্টান্ত স্থাপন করা উচিত। এমতাবস্থায় কারখানা বন্ধ করে দেওয়া জরুরি বলেও অভিমত ব্যক্ত করেছেন রুবানা হক। বিষয়টি নিশ্চিত করে ড. রুবানা হক সাংবাদিকদের বলেন, ‘করোনার সংক্রমণ ঠেকাতে সরকারের অফিস-আদালত ছুটির সাথে সমন্বয় করে পোশাক কারখানা বন্ধ রাখতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছি।’তবে যেসব কারখানা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও মাস্কসহ করোনা প্রতিরোধী সামগ্রী তৈরি করছে তাদের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করে কাজ করার অনুরোধ জানান বিজিএমইএ সভাপতি।কারখানা মালিকদের উদ্দেশে রুবানা হক বলেন, ‘প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সর্ববৃহৎ শিল্প হিসেবে আমাদের দৃষ্টান্ত স্থাপন করা উচিত। এমতাবস্থায় কারখানা বন্ধ করে দেওয়ার বিবেচনা করবেন বলে আশা করি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *