করোনা কেড়ে নিল আরও ১ প্রাণ, চিকিৎসকসহ আক্রান্ত ৬
অপরাধ তথ্যচিত্র ডেক্স: করোনায় নতুন করে চিকিৎসকসহ আরও ছয়জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক ও দুজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এতে আরও একজন মারা গেছেন। এ নিয়ে মোট তিনজনের মৃত্যু হলো। দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩-এ। সোমবার (২৩ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনা ভাইরাস-সংক্রান্ত নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় আমাদের হটলাইনে ১৭১৬টি কল এসেছে, সবগুলোই কোভিড-১৯ সংক্রান্ত। এছাড়া ১২ জন সশরীরে এসে যোগাযোগ করেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্য ছয় জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। উল্লেখ্য, প্রথম ইতালি থেকে আসা দুই পুরুষ এবং দেশে থাকা তাদের একজনের এক নারী আত্মীয় করোনায় আক্রান্ত হন। গত ৮ মার্চ এ তথ্য জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। তারা তিন জনই চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট ৩৩ জন আক্রান্ত হলেন।