নাটোরের বাগাতিপাড়ায় ভোক্তা অধিকার আইনে তিন দোকানে জরিমানা
নাটোর প্রতিনিধি: দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে নাটোরের বাগাতিপাড়ায় তিনটি প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৩মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলমের মোবাইল টিম বাজার তদারকি মুলক অভিযান করেন। অভিযানে দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে উপজেলার তমালতলা বাজারের চাউলের আড়ৎদার সাজদার রহমানকে পাঁচ হাজার ও লোকমানপুর বাজারের সূর্য চাউলের দোকান মালিক শাহাদাত হোসেনকে দুই হাজার ও একই বাজারের মুদি দোকানদার সাজদা রহমানকে এক হাজার টাকা জরিমানা করেন সহকারী পরিচালক শামসুল আলম। এসময় কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর বাগাতিপাড়া উপজেলা কমিটির সভাপতি আব্দুল মজিদ ও বাগাতিপাড়া মডেল থানার এসআই সাইফুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন ।