কালীগঞ্জে বাল্য বিয়ের দায়ে ছেলের বাবা ও মেয়ের চাচাকে জরিমানা ও মুচলেকা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাদিপুর গ্রামে বাল্য বিয়ের দায়ে ছেলের বাবা ও মেয়ের চাচাকে জরিমানা করা হয়েছে। এছাড়াও মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বাবার বাড়িতে অবস্থান করবেন মর্মে মুচলেকা নেওয়া হয়েছে। রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রাণী সাহা। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রাণী সাহা জানান, শনিবার রাতে কাদিপুর গ্রামের নুর ইসলামের ছেলে রফিকুলের সাথে খামারাইল গ্রামের আকতার খাঁর নাবালিকা মেয়েকে বাল্যবিবাহ দেওয়া হয়েছে। খবর পেয়ে সোমবার ছেলের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তিনি আরো জানান, এ সময় ছেলের বাবা নূর ইসলামকে ১৫০০ টাকা ও মেয়ের চাচা আকরাম হোসেনকে ২০০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বাবার বাড়িতে অবস্থান করবেন বলে মুচলেকা নেওয়া হয়। এ সময় কালীগঞ্জ থানার এসআই হানিফ মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *