দর্শনার্থীদের জন্য সাময়িক বন্ধ উত্তরা গণভবন ও রাণী ভবানী রাজবাড়ি

আব্দুল মিজদ নাটোর: করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কতার অংশ হিসেবে উত্তরা গণভবন ও রাণী ভবানী রাজবাড়ি দর্শনার্থীদের জন্যে সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন ৩১ মার্চ পর্যন্ত বন্ধের এই নির্দেশনা জারি করেন। দেশের দর্শনীয় স্থানসমূহের মধ্যে নাটোরের উত্তরা গণভবন এবং রাণী ভবানী রাজবাড়ি অন্যতম। উত্তরা গণভবন ও এর অভ্যন্তরের সংগ্রহশালা দেখতে প্রতিদিন গড়ে আটশ’ দর্শনাথীর আগমন ঘটে। ছুটির দিনগুলোতে দর্শনার্থীর সংখ্যা দুই হাজার ছাড়িয়ে যায়। রাণী ভবানী রাজবাড়ি চত্বর পিকনিক স্পট হিসেবে ব্যবহার করা হয় এবং প্রায় অনুরুপ দর্শনার্থী এই রাজবাড়ি পরিদর্শন করে থাকেন। শীত-বসন্তে দর্শনার্থী সমাগমে মুখরিত হয়ে ওঠে এই দু’টি স্থান। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উত্তরা গণভবন ও রাণী ভবানী রাজবাড়ি পরিচালিত হচ্ছে।
জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন, জেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কতামূলক বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়েছে। বিদেশ থেকে আসা ২৩ জনকে হোম কোয়ারেন্টাইনে কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে। সতর্কতার অংশ হিসেবে উত্তরা গণভবন ও রাণী ভবানী রাজবাড়ি আগামী ৩১ মার্চ পর্যন্ত সাময়িক বন্ধ রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *