করোনা মহামারি: বিশ্বে আক্রান্ত ২০৬৬৬৮, মৃত্যু বেড়ে ৮২৭২

অপরাধ তথ্যচিত্র ডেক্স: বিশ্বজুড়ে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যাও এখন ৮ হাজারের বেশি। ইউরোপে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যেই আঘাত হেনেছে করোনা ভাইরাস। দক্ষিণ-পূর্ব এশিয়ায় করোনা ভাইরাস এখনও ততটা মহামারি আকার ধারণ করেনি। তবে সময় থাকতেই করোনা মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এদিকে করোনা ভাইরাসের প্রভাবে স্থবির হয়ে পড়ছে বিশ্ব অর্থনীতি। স্মরণ কালের সবচেয়ে মন্দা দেখা দিয়েছে বিশ্ব শেয়ারবাজারে। ইউরোপ ও এশিয়ার প্রধান প্রধান শেয়ারবাজারগুলোতে দরপতন অব্যাহত আছে। এমন পরিস্থিতিতে করোনা ভাইরাস মানব সভ্যতার ওপর ধ্বংসযজ্ঞ চালানোর আগেই জরুরি ভিত্তিতে আগ্রাসী পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে পরামর্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে ২২ লাখ ও যুক্তরাজ্যে ৫ লাখ মানুষ মারা যেতে পারে বলে লন্ডনের ইমপিরিয়াল কলেজের গাণিতিক জীববিজ্ঞানের অধ্যাপক নিল ফার্গুসন ও তার দল সম্প্রতি এ গবেষণায় আশঙ্কা প্রকাশ করেছেন। এরইমধ্যে যুক্তরাজ্যের বরিস জনসনের সরকার দেশটির জনগণকে সামাজিকতা রক্ষায় নিষেধাজ্ঞা জারি করেছে। পাশাপাশি ৭০ বছরের বেশি বয়সী লোকদের পৃথক রাখার পরামর্শ ও ক্যাফে, সিনেমা হল নিষিদ্ধ করেছে। বাংলাদেশ সময় বুধবার (১৮ মার্চ) বিকেল ৩টা পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২ লাখ ১০৬ জন। মৃত্যুর সংখ্যা ছিল ৮ হাজার ২ জন। কিন্তু বিকেল সাড়ে ৫টা নাগাদ আক্রান্তের এই সংখ্যা বেড়ে ২ লাখ ৬ হাজার ৬৬৮ ও মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮ হাজার ২৭২ জনে। এদিকে বুধবার বিকেলে বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর দিয়েছে আইইডিসিআর।
আইইডিসিআর-এর কার্যালয়ে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সাংবাদিকদের বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, করোনা ভাইরাস আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম কোনও ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। তিনি একজন বয়স্ক ব্যক্তি ছিলেন। মৃত ব্যক্তির বয়স ৭০ বছরের বেশি। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনিতে সমস্যা ও হার্টের সমস্যা থাকার কারণে এর আগে তাকে স্টেনটিং করানো হয়েছিল। সুতরাং সেদিক থেকে তিনি খুব উচ্চ ঝুঁকির মুখে ছিলেন।’
ডা. সেব্রিনা বলেন, ‘মৃত ব্যক্তি বিদেশ যাননি। তিনি দেশেই অন্য কারও কাছ থেকে সংক্রমিত হয়েছেন।’ তিনি বলেন, ‘নতুন করে বাংলাদেশে আরও ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। দেশে এখন মোট করোনা ভাইরাসে আক্রান্ত ১৪ জন।’ আইইডিসিআর পরিচালক বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৪৯ ও মোট ৩৪১ জনের পরীক্ষা করা হয়েছে। সন্দেহজনক ধরে আরও ১৬ জনকে কোয়ারেনটাইনে নেয়া হয়েছে। ১৫ জন আইসোলেশনে আছেন। ৪২ জনকে রাখা হয়েছে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *