সাপাহারে করোনা ভাইরাস প্রতিরোধে করোনা ইউনিট ও আইসোলেশন রুম স্থাপন
নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইতোমধ্যেই সারা দেশের ন্যায় করোনা ভাইরাস প্রতিরোধে করোনা ইউনিট ও আসোলেশন রুম স্থাপন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: মুহা: রুহুল আমিন তার সকল ষ্ট্যাফদের সাথে পরামর্শ করে সরকারের এই উদ্যোগকে কাজে লাগাতে তার স্বাস্থ্য কমপ্লেক্সটিকে জীবানু মুক্ত পরিবেশ ফিরিয়ে এনে প্রতিটি রুগীদের সেবা প্রদান করে চলেছেন। বর্তমানে সারা বিশ্বে উদ্ভাবিত ঘাতক ব্যধি করোনা ভাইরাস প্রতিরোধে তার স্বাস্থ্য কমপ্লেক্সটিতে পুরুষ মহিলার জন্য পৃথক ২ টি রুমে ২ টি করে মোট ৪ টি বেডের ব্যাবস্থা করেছেন। যদিও ওই ভাইরাসটি এখনও সাপাহার উপজেলার তার প্রভাব ফেলেনি। তবে এলে তার স্বাস্থ্য কমপ্লেক্সটি সদা প্রস্তুত রয়েছে বলে তিনি জানিয়েছেন।বর্তমানে কর্মকর্তা সহ সকল ষ্ট্যাফ ও উপজেলাবাসী মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করছেন যাতে করোনা ভাইরাস নামক মরন ব্যধিটি যেন এই উপজেলায় না আসে, ব্যধিটি সারা বাংলাদেশ এবং পৃথিবী থেকে বিদায় নেয়।