কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামকে মধ্য রাতে তুলে এনে নির্যাতন মোবাইল কোর্টে কারাদন্ড দেওয়ায় সাংবাদিকরা তীব্র নিন্দা ও ক্ষোপ প্রকাশ করেন॥
মোঃ আফজাল হোসেন ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামকে মধ্য রাতে ঘর থেকে তুলে আনার পর মোবাইল কোর্টে বিচার করে কারাদন্ড দেওয়ার পুরো ঘটনা বে-আইনি। এই ঘটনায় দিনাজপুরের ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ আফজাল হোসেন সহ সকল সাংবাদিক তীব্র নিন্দা ও ক্ষোপ প্রকাশ করেন। এই নিয়ে, গত রবিবার ফুলবাড়ী থানা প্রেস ক্লাবে এক জরুরি সভা অনুষ্টিত হয়। জরুরি সভায় প্রেসক্লাবের সভাপতি বলেন, কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম জেলা প্রশাসনের নানা স্বেচ্ছাচারিত ও অনিয়মের বিষয়ে প্রতিবেদন করে আসছিলেন, দূর্র্নীতির বিরুদ্ধে প্রতিবেদন করার জন্যই বেআইনি ভাবে তুলে এনে তাকে মোবাইল কোর্টে বিচার করে জেল হাজতে দেন। যাহা আইনের পরিপন্থ। এই ঘটনার গুরুত্ব বিবেচনাই যথাযথ গুরুত্ব দিয়ে বিভাগীয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সহ-সভাপতি আশরাফুল ইসলাম, সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ, সহ-সাধারণ সম্পাদক কারিজুল ইসলাম, সাবেক সভাপতি মোঃ আব্দুল হাফিজ, সাংবাদিক মুশফিকুর রহমান, গোলাম রব্বানী, মোঃ আব্দুল মান্নান, মোঃ ইসমাইল হোসেন, মোঃ মেহেদী হাসান মেহেদী, মোঃ রাফিউল ইসলাম, মোঃ সৈয়দ আলী, মোঃ সৈয়দ ইকবাল হাসান, মোঃ জাহিদুল ইসলাম ও গাঙ্গুলী দ্রুত তার মুক্তি কামনা করেন ও প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের আসুহস্তক্ষেপ কামান করেছেন। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত দাবী করেন। সেই সাথে তীব্র নিন্দা ও ক্ষোপ প্রকাশ করেছেন। তাকে মুক্তি দেওয়া না হলে সাংবাদিক সমাজ উত্তর অঞ্চলে আন্দোলন গড়ে তুলবে।